বিলিয়ন বিলিয়ন গ্যালাক্সীর মধ্যে মিল্কী ওয়ে গ্যালাক্সী চোখে পড়ার মত কিছু না, আর এই গ্যালাক্সীর এক কোনে মাঝারী আকারের একটা তারা, যাকে ভালোবেসে আমরা সুর্য বলে ডাকি, সেও এমন কোন বিশেষ কোন তারাও নয় । তবুও একে অসাধারন করেছে এর চারপাশে ঘোরা একটি গ্রহ, পৃথিবী, আমাদের একমাত্র ঠিকানা। প্রায় ৪.৫ বিলিয়ন বছরের প্রাচীন এই পৃথিবী আজ প্রায় সাত বিলিয়ন মানুষের বাসভুমি। মানুষ ছাড়াও এই পৃথিবী আরো অগনিত প্রজাতির প্রানী আর উদ্ভিদের ঠিকানা। মানুষ ছাড়া প্রকৃতিকে আর কোন প্রানী এতোটা অপব্যবহার করেনি। আর মানুষই পারবে আমাদের পরবর্তী প্রজন্মের জন্য একটা বাসযোগ্য পৃথিবী নিশ্চিৎ করতে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।