ভালোবাসার ঊর্বশী বুকে লেখা আছে এক নাম- সে আমার দেশ, আলগ্ন সুন্দর ভূমি- বিমূর্ত অঙ্গনে প্রতিদিন প্রতিরাত জেগে ওঠে তার উদ্ভাসিত মুখ
আর্থ- ফাউন্ডেশন-এ কাজ শুরু করেছি গত জানুয়ারি মাসে। পুরোপুরি একটি ব্যতিক্রমী এনজিও আর্থ- ফাউন্ডেশন। এখানকার নতুন কার্যক্রম আমাকে আকৃষ্ট করছে দিনদিন। স্বাধীনতার 36 বছরে বাংলাদেশে অনেক এনজিও দারিদ্র বিমোচনে নিরলস কাজ করে যাচ্ছে। বেশির ভাগ এনজিও-র স্বপ্ন এদেশের মানুষের অন্ন, বস্ত্র, শিক্ষা, স্বাস্থ্য ও বাসস্থান সংস্থানে সরকারের পাশাপাশি ভূমিকা রাখা।
আর্থ- ফাউন্ডেশনও বিশ্বাস করে এটা। তবে প্রথাগত ক্ষুদ্রঋণ দ্বারা দারিদ্র দূরীকরণে বিশ্বাসী নয় এরা। মাঝারি বা বড়ো ঋণ অথবা শিল্প-ব্যবসার প্রসারে আসতে পারে অর্থনৈতিক মুক্তি- এমন ধারণা নিয়ে কাজ শুরু করেছে আর্থ- ফাউন্ডেশন। এজন্য এরা পঞ্চবার্ষিকী পরিকল্পনা করেছে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা, মাঝারি ও বড়ো ঋণ, গবেষণা ও প্রকাশনা, নারীর উন্নয়ন, সামাজিক শিক্ষা ও ইংরেজি শিক্ষা প্রকল্প এবং নানান প্রশিক্ষণ কর্মসূচি নিয়ে। বর্তমানে 26টি জেলায় কার্যক্রম রয়েছে আর্থ- ফাউন্ডেশন-এর।
মাঠ পর্যায়ে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা, মাঝারি ও বড়ো ঋণের কার্যক্রম শুরু হয়ে গেছে ইতোমধ্যে।
গবেষণা ও প্রকাশনা থেকে উদ্যোগ নেয়া হয়েছে 'মুক্তিযুদ্ধের ছড়া' নামক শিশুদের বইয়ের। সারা বাংলাদেশের নতুন প্রজন্মের শিশুদের মাঝে মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস ছড়ায় ছড়ায় জানিয়ে দেয়াই হচ্ছে এ প্রকল্পের উদ্দেশ্য। বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা পাঠ্যবইয়ের পাশাপাশি এ বই পড়ে সত্যিকারের মুক্তিযুদ্ধের ইতিহাস জানতে পারবে। এছাড়া গবেষণা ও প্রকাশনা বিভাগ বিভিন্ন বিষয় নিয়ে গবেষণা ও 50টি বই প্রকাশের উদ্যোগ নিতে যাচ্ছে অচিরেই।
স্বাধীনতার 36 বছরে বাংলাদেশের সামাজিক, রাজনৈতিক, সাহিত্য ও সংস্কৃতির নানা স্তরের বিষয় থাকবে এতে। বিভিন্ন ক্ষেত্রে বড়ো মাপের লেখক ও তরুণ লেখকগণ অংশ নেবেন একাজে। ইতোমধ্যে বিভিন্ন পত্র-পত্রিকায় এ বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং সামনেও আরও বিজ্ঞাপন যাবে।
আজ হয়ে গেলো 'মুক্তিযুদ্ধের ছড়া' বই-এর সম্পাদনা পরিষদের মিটিং। সম্পাদনা পরিষদে ছিলেন সর্বজন শ্রদ্ধেয় মুস্তফা মনোয়ার এবং কবি আসাদ চৌধুরী।
বয়োজ্যেষ্ঠ ছড়াকার এখলাস উদ্দিন আহম্মেদ অসুস্থতার জন্য এবং রফিকুল হক দাদাভাই পারিবারিক ব্যস্ততার জন্য উপস্থিত হতে পারেননি। গল্পকার ও ঔপন্যাসিক নাসরিন জাহানও এসেছিলেন আর্থ- ফাউন্ডেশন থেকে তাঁর নতুন বই প্রকাশের চুক্তি স্বাক্ষরের জন্য। মজার কথা আজ তাঁর ছিলো জন্মদিন। এ উপলক্ষ্যে আর্থ- ফাউন্ডেশন এক অনারম্বর অনুষ্ঠানের মাধ্যমে তাঁকে জানায় জন্মদিনের শুভেচ্ছা। সম্পাদনা পরিষদের সদস্যদের মনোজ্ঞ আলোচনা এবং নাসরিন জাহান-এর জন্মদিনের হৈ-হুল্লোড় বেশ জমেছিলো।
এতে আর্থ- ফাউন্ডেশনের চেয়ারম্যানসহ বিভিন্ন কর্মসূচির পরিচালকগণ ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
05.03.2007
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।