andharrat@জিমেইলডটকম
আজকে ১ ঘন্টা বাতি নিবিয়ে পৃথিবীকে দেওয়া হবে।
বিশ্ব ব্যাপিয়া আনাচে কানাচে ছড়িয়ে থাকা দেশগুলোর
স্হানীয় সময় রাত ৮.৩০-৯.৩০ বাতি নেভানো থাকবে মানে
বাত্তি জ্বলবেনা, মানে বাত্তি বন্ধ থাকবে। সন্দেহাতীত
ভেরী গুডগুডি ব্যাপার। আমি সমর্থন করি।
কিন্তুক বাংলাদেশে যেখানে প্রতিদিন ৭/৮ ঘন্টা (কমিয়ে বলে ফেল্লাম বোধয়)
আর্থ আওয়ার আমরা পালন করি তার মূল্যায়ন বিশ্ববাসী কিভাবে করবে?
বাংলাদেশের মানুষ কন্জুস নয় পৃথিবীর জন্য ১ ঘন্টা দান খুবই ছোট্ট দান।
তাই আমরা বড় মাপের মানুষ হিসাবে প্রতিদিন বহুঘন্টা পৃথিবীকে সম্প্রদান কারকে দান করি
তাই ঘটা করে আমরা দান করিনা, দুনিয়ার কানে তালা লাগিয়ে চিৎকার করে
দান করিনা, আমরা দান করি মুক্ত হস্তে দিল কা দুস্তে
বাংলাদেশের জন্য এই ১ ঘন্টা বাত্তি ঘুম পাড়ানি প্রচন্ড ঠাট্টা বর্ধক বটে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।