আমাদের কথা খুঁজে নিন

   

শ্যাম এসে সম্ভাষে না.........।


কাজী নজরুলের সব গানই অসাধারণ। তার কীর্তন, শ্যামা সংগীত গুলা যেমন হৃদয় ছুয়ে যায় তেমনি ভালো লাগে ইসলামী সংগীত গুলো। অন্যরকম একটা অনুভূতি হয়। ইদানিং তার কীর্তন গুলাই বার বার শুনছি। মুগ্ধতা কাটে না।

নীলুফার ইয়াসমিনের কন্ঠে শুনুন এই গানটি। ভালো লাগবে অবশ্যই। বাজে মঞ্জুল মঞ্জির রিনিকিঝিনি, নির্ভরণে চলে রাধা বিনোদিনী তার চঞ্চল নয়ন টলে টলমল, যেন দুটি ঝিনুকভরা সাগরজল ও সে আঁখি না পাখি গো, সে কার আসে উড়িতে চায় থাকি থাকি গো। আঁখি না পাখি গো...... রাঈ ইতি উতি চায় কভু তমাল বনে কভু কদমতলায়। রাঈ শত চলে ধীরে পথ চলে কভু কন্টক বিঁধে চরণে।

তবু যে কাঁটা লতায় আঁচল জড়ায়, বেণী খুলে যায় অকারনে গিয়ে যমুনার তীরে চায় ফিরে ফিরে আনমনে বসে গুনে ঢেউ চকিতে কলসি ভরি লয় তার যেই মনে হয় আসে কেউ হায় হায় কেউ আসে না.... ভোলো অভিমান রাধারানী বলে শ্যাম এসে সম্ভাষে না রাঈ চলিতে পারেনা পথ আর, বিরস বদন অলস চরণ শুন্য কলসি লাগে ভার... বলি কালা নাহি এলো যমুনা তো ছিল লইয়া শীতল কালো জল কেন ডুবিয়া সে জলে উঠিলি আবার কাঁদায়ে ভাসাতে ধরাতল। ..................................................................................................... গানটি শুনুন এইখানে।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.