আমাদের কথা খুঁজে নিন

   

একটি হূমায়ূনীয় গান: ওরে ভাই শ্যাম কানাই, কেন কর ধানাই পানাই

আমার মাঝে একজন কবিকে আমি লালন করি

এবারের ঈদে এনটিভিতে প্রচারিত হূমায়ূন আহমেদ রচিত ও পরিচালিত “আমরা জেগে আছি” নাটকে গীত একটা গান শুনলাম। গানটি হূমায়ূন আহমেদ লিখেছেন। গানটি শুনার পর থেকে মাথায় গানটা ঘুরতেছে। আপনাদেরও মাথায় গানটি ঢুকিয়ে দিতে লিরিক্স সহ গানটার লিংক ধরায়ে দিলাম। কেমন হল জানাবেন।

গান: ওরে ভাই শ্যাম কানাই, কেন কর ধানাই পানাই ওরে ভাই শ্যাম কানাই কেন কর ধানাই পানাই যমুনার তীরে চল সময় কাটাই। ওরে ভাই শ্যাম কানাই কেন কর ধানাই পানাই। । যমুনায় জল নাই ঢাকা শহরে যাই বুড়িগঙ্গা খুঁজে পাই বুড়িগঙ্গার তীরে আমরা সময় কাটাই ওরে ভাই শ্যাম কানাই কেন কর ধানাই পানাই। ।

বুড়িগঙ্গার জল কালো আমাদের লাগছে ভালো আনন্দ-ফূর্তি করে সময় কাটাই ওরে ভাই শ্যাম কানাই কেন কর ধানাই পানাই। । http://www.youtube.com/watch?v=-Qka0h6Dx90

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.