আমাদের কথা খুঁজে নিন

   

শ্যাম সুন্দর ( পাখির প‌্যাঁচালী- ৯)

ধন্যবাদ তোমাকে হে পৃথিবী,তুমি তোমার জঠরে ৯ মাস অসম্ভব জন্ত্রনা নিয়ে জন্ম দিয়েছ আমার মা বাংলাকে! তোমার সেই মেয়ের জঠরে আমি ছিলাম ৯ মাস,ধন্যবাদ আমার সৃষ্টিকর্তা আল্লাহ কে,তার ইচ্ছাতেই সব হয়েছে !!
নামটি আমার বলি- শ্যাম সুন্দর ইংরেজীতে বলি-Black Headed Munia বৈজ্ঞানিক নাম - Lonchura malacca দেখতে আমি যেমন- আপদামস্তক ১০সে.মি লম্বা। মাথা,গলা কুচকুচে কালো,গলার নিচ থেকে বুকের মধ্যভাগ পর্যন্তসাদা,বুকের নিচ থেকে লেজ পর্যন্ত কালো।লালচে বাদামি ডানা,কালো চোখ আর ঠোঁট সাদা। যেথায় আমার বাস-নিবাস –ঘাসের বন,শস্যক্ষেতে ঝাঁকে ঝাঁকে আমাদের দেখতে পাবে। নিচু গাছে বা উঁচু ঝোপ জঙ্গলে শুকনো ঘাস,লতা-পাতা দিয়ে বাসা বাঁধি। আমার খাবার মেন্যু- কীট-পতঙ্গ,তৃণ,শস্যদানা আমাদের প্রধান খাবার। (প্রজনন সময়-জুন থেকে অক্টোবর।ডিম সংখ্যা-৪/৬ টি।) সকল ছবি ও তথ্য জাল পেতে ধরা (নেট থেকে পাওয়া)
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.