আমাদের কথা খুঁজে নিন

   

বন্ধু তোকে মিস করছি ভীষন............

কল্পনার রাজ্যে হারিয়ে যাওয়া কোনো রাজকন্যা....

পাগলীটা আমাকে এভাবে একা রেখে চলে যেতে পারলি??তুই কি জানিস কতটা মিস করছি তোকে?এতোটা পাগল কেনরে তুই?ছিলাম ছোটোখাটো একটা পাগল,তোর সাথে থেকেতো কিছুদিন পর আমি তোকেও ছাড়িয়ে যাবো!পাগলামিটা যে ছোঁয়াচে এটা জানা ছিলোনা!মাঝেমাঝে তোর পাগলামি দেখে হাসবো না কাদবো ভেবে পাইনা। কে বলবে যে তুই বড় হয়েছিস? তোর আজকের পাগলামোটা কোন পর্যায়ের পাগলামো ছিল এখনো মাথায় আসছেনা। হঠাৎ করেই বৃষ্টি শুরু,,মনে হয় তোরই জন্যে। আর তোর পাগলামো সূচক আবদার "বৃষ্টিতে ভিজবো"। "আরে বাবা এই দিনদুপুরে এভাবে কেউ ভিজে?সামনে পরীক্ষা,ঠান্ডা লাগলে কি হবে শুনি?তার চেয়ে চল কোথাও বসে চা খাই অথবা......" কে শুনে কার কথা..আমি এতোক্ষন একাই বকবক করে যাচ্ছি..যাকে বলছি সেতো মহাআনন্দে বৃষ্টিতে ভিজতে শুরু করেছে,যেন বৃষ্টিটা এসেছে শুধু তারই জন্য।

আমাকেও অবশেষে ভিজতে হলো বৃষ্টিতে তোর জ্বালাতনে হুমম..অনেকদিন পর বৃষ্টিতে ভেজা। শেষ কবে ভিজেছি মনে নেই। দুইজন রিক্সার হুড ফেলে ঝুম বৃষ্টিতে ভিজছি। রাস্তার কিছু উৎসুক মানুষ হা করে তাকিয়ে,আমার একটু অসস্তি লাগছিল। তোর দিকে তাকালাম,দেখি তোর সে দিকে কোনো ভ্রূক্ষেপই নেই।

আপন মনে চিল্লায়ে চিল্লিয়ে গান গাইছিস,যেন পৃথিবীতে তুই আর আমি ছাড়া আর কোনো জনমানব নাই!কষ্টগুলো কি অবলীলায় লুকিয়ে রাখিস। জানি অনেক কষ্ট তোর,হয়তো আমার চেয়েও অনেক বেশি,তবুও যখন তোর এসব পাগলামিগুলো দেখছিলাম,তোর সেই অদ্ভুত সুন্দর হাসি দেখছিলাম আর বেসুরো(!!) গান শুনছিলাম অনেক ভালো লাগছিলো। কে বলবে এই মেয়েটি একটু আগেই গোমড়া মুখে বসে ছিল কারো উপর অভিমানে! আবদারের ২য় পর্ব ---"চা খাবো বৃষ্টিতে দাড়িয়ে। " মেয়েটা কি আজ সত্যি পাগল হয়ে গেল! -"ধুর চায়ের কাপে বৃষ্টির পানি পড়বেতো" -"তো?" "তো........" কি যে বলবো,আর বললেও কি কাজ হবে?? আরেকটা নতুন অভিগ্ঞতা... চায়ের দোকানের মামাতো নির্ঘাত তোকে পাগল ভেবেছে,সাথে আমাকেও! "সন্ধা হয়ে যাচ্ছে,ফিরতে হবে বাসায়"..চলে গেলি তুই.. বলা হয়নি কিছু কথা.বলা হয়নি তোকে কতটা ভালোবাসি। জানা হয়নি কেন তুই আমাকে লুকিয়ে কাদছিলি আর সে কান্না ধুয়ে যাচ্ছিল বৃষ্টির জলে.।

ভেবেছিলি আমি বুঝবনা,তাইনা??গাধা.. আজকের বৃষ্টিভেজা বিকালটা ছিল আমার অনেক বড় পাওয়া,কারন বৃষ্টি ছিল আর ছিলি তুই!এভাবে কখনো ভিজিনি বৃষ্টিতে। তোকেও কখনো বলা হয়নি আমারও কতটা প্রিয় বৃষ্টি,একসময় আমার মধ্যেও অনেক পাগলামো কাজ করতো বৃষ্টি দেখলে,হয়তো সময়ের ব্যবধানে হারিয়ে গেছি সেই আমি,আমার সেই বৃষ্টি। আজ তোর ভেতর আমার সেই পুরোনো আমিকে একটু হলেও খুজে পেয়েছিলাম। থাকনা সেসব কথা। আজ আর টানতে চাইনা পুরোনোকে,আজ শুধই থাক কাকভেজা তুই,আমি আর ঝুম বৃষ্টি...........অনেক ভালোবাসি তোকে.... ইস্‌ প্রতিটা দিনেই যদি বৃষ্টি হতো!!!!!!!!!!!!!!!


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.