শ্রেণীহীন ব্লগ
নবাব নবাবী করে, নেতা নেতা-গিরি
ট্রেনে ট্রেনে গান গায় বাউল ভিকিরী । ।
দালাল তোয়াজ করে, দাদা গাজোয়ারি
রিক্সায় শিস্ দেয় জোয়ান সওয়ারী।
যুবকরা প্রেম করে, প্রৌঢ়রা ঘর।
ঘরে ঘরে হানা দেয় বাজারের দর।
মানুষ ভরসা খোঁজে দিনে আর রাতে
ছেলে মেয়েগুলো যেন থাকে দুধে-ভাতে।
খেলোয়াড় খ্যালে আর দেখোয়ার দ্যাখে
এতো দ্যাখে, তবু লোকে পদে পদে ঠ্যাকে।
লেখকেরা লেখে আর প্রকাশক ছাপে
সাহিত্য মরে পূজো সংখ্যার চাপে।
বেকার চাকরী খোঁজে, প্রমোটার প্লট
ধর্মের ষাঁড় খোঁজে হিং-টিং-ছট।
মানুষ ভরসা খোঁজে দিনে আর রাতে
ছেলে মেয়েগুলো যেন থাকে দুধে-ভাতে।
নাচিয়েরা নেচে নেয়,বাঁচিয়েরা বাঁচে
বাঁচবে কি করে লোকে, নিভে যাওয়া আঁচে ?
তবলিয়ে ঠেকা দায়,আঁকিয়েরা রঙ
তালে তাল দিয়ে যায়, হ্যাঁ-হ্যাঁ বলা সং...
থলি হাতে যায় লোকে অলিতে গলিতে
জীবন আসলে বাঁধা পাকস্থলীতে।
মানুষ ভরসা খোঁজে দিনে আর রাতে
ছেলে মেয়েগুলো যেন থাকে দুধে-ভাতে।
মানিয়েরা মেনে নেয় একধার থেকে
কেউ কেউ যায় তবু প্রতিবাদ রেখে।
নাইয়ে স্নান করে ,গাইয়েরা গান
বাইয়েরা বেয়ে যান, খাইয়েরা খান।
ছেলেরা আড্ডা দেয়,গয়লানি ঘোটে
মিছি মিছি কালি দেয় যারা হিংসুটে
মানুষ ভরসা খোঁজে দিনে আর রাতে
ছেলে মেয়েগুলো যেন থাকে দুধে-ভাতে।
বক্তা বুকনি মারে, ভাত মারে কারা ?
রাজনীতি দিয়ে ঢাকা তাদের চেহারা।
কেউ ছোড়ে হাত বোমা, কেউবা প্রণামী
গান ছুড়ে ছুড়ে করি টাকার গোলামী।
গোলাম মালিক খোঁজে, মালিক গোলাম
গোলাম হয়েও আমি গেয়ে রাখলাম।
মানুষ ভরসা খোঁজে দিনে আর রাতে
ছেলে মেয়েগুলো যেন থাকে দুধে-ভাতে।
আমার খুব প্রিয় একটি কবিতা ও গান।
কবির সুমনের সৃষ্টি। সময়কে তুলে ধরার জন্য এর থেকে ভালো বাক্য বির্বাচন হয় না। কথাগুলো সময়-উত্তীর্ণ হলেও এ সময়ে যেন একটু বেশিই প্রযোজ্য।
শিমুল মোস্তফার কন্ঠে আবৃত্তি এখানে
সুমনের কন্ঠে গানটা শুনে দেখতে পারেন এই লিঙ্কে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।