আমাদের কথা খুঁজে নিন

   

বিতর্কের আগে জেনে রাখুনঃ কর্ণেল সামুরাই


(ইহা একটি কুরআন কেন্দ্রিক ধর্মীয় পোষ্ট) ব্লগে অনেকেই দেখি নাস্তিকদের কথায় খুব রেগে যান, গালাগালি করেন। বরং আসুন তাদের সম্পর্কে কুরআন ১৪০০ বছর আগেই কি বলে গেছে দেখে নেই (আপনার মনের কথাগুলোর সাথে কতটুকু মিলে যায় পরখ করে নিন। ) ---------------------------------------------- (সূরা আত-তওবা: আয়াত: ৩৭) وَاللَّهُ لَا يَهْدِي الْقَوْمَ الْكَافِرِينَ আর আল্লাহ কাফের সম্প্রদায়কে হেদায়েত করেন না। (আল-মায়িদা: আয়াত: ১০৩) وَلَٰكِنَّ الَّذِينَ كَفَرُوا يَفْتَرُونَ عَلَى اللَّهِ الْكَذِبَ ۖ وَأَكْثَرُهُمْ لَا يَعْقِلُونَ কিন্তু যারা কাফের, তারা আল্লাহর উপর মিথ্যা অপবাদ আরোপ করে। তাদের অধিকাংশেরই বিবেক বুদ্ধি নেই।

(আল-মায়িদা: আয়াত: ৬৭) إِنَّ اللَّهَ لَا يَهْدِي الْقَوْمَ الْكَافِرِينَ নিশ্চয় আল্লাহ কাফেরদেরকে পথ প্রদর্শন করেন না। (আল-ফাতহ: আয়াত: ২২) وَلَوْ قَاتَلَكُمُ الَّذِينَ كَفَرُوا لَوَلَّوُا الْأَدْبَارَ ثُمَّ لَا يَجِدُونَ وَلِيًّا وَلَا نَصِيرًا যদি কাফেররা তোমাদের মোকাবেলা করত, তবে অবশ্যই তারা পৃষ্ঠপ্রদর্শন করত। তখন তারা কোন অভিভাবক ও সাহায্যকারী পেত না। (আল-ইছরা: আয়াত-৪৫) وَإِذَا قَرَأْتَ الْقُرْآنَ جَعَلْنَا بَيْنَكَ وَبَيْنَ الَّذِينَ لَا يُؤْمِنُونَ بِالْآخِرَةِ حِجَابًا مَّسْتُورًا যখন আপনি কোরআন পাঠ করেন, তখন আমি আপনার মধ্যে ও পরকালে অবিশ্বাসীদের মধ্যে প্রচ্ছন্ন পর্দা ফেলে দেই। (আল-মায়িদা: আয়াত: ০৫) وَمَن يَكْفُرْ بِالْإِيمَانِ فَقَدْ حَبِطَ عَمَلُهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ যে ব্যক্তি বিশ্বাসের বিষয় অবিশ্বাস করে, তার শ্রম বিফলে যাবে এবং পরকালে সে ক্ষতিগ্রস্ত হবে।

(আল-আরাফ: আয়াত: ৫১) الَّذِينَ اتَّخَذُوا دِينَهُمْ لَهْوًا وَلَعِبًا وَغَرَّتْهُمُ الْحَيَاةُ الدُّنْيَا ۚ فَالْيَوْمَ نَنسَاهُمْ كَمَا نَسُوا لِقَاءَ يَوْمِهِمْ هَٰذَا وَمَا كَانُوا بِآيَاتِنَا يَجْحَدُونَ তারা স্বীয় ধর্মকে তামাশা ও খেলা বানিয়ে নিয়েছিল এবং পার্থিব জীবন তাদের কে ধোকায় ফেলে রেখেছিল। অতএব, আমি আজকে তাদেরকে ভুলে যাব; যেমন তারা এ দিনের সাক্ষাৎকে ভুলে গিয়েছিল এবং যেমন তারা আয়াতসমূহকে অবিশ্বাস করত। ফেসবুকে কর্ণেল সামুরাই
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.