আমাদের কথা খুঁজে নিন

   

বাংলা নামক দেশটি আসলে কেমন দেশ?

থেমে যাবো বলে তো পথ চলা শুরু করিনি।

[ পূর্বে প্রকাশিতের পরে ] পর্ব - ০১ পর্ব – ০২ আমি আগে খেয়াল করি নাই। এখন এই সংবিধান সংশোশনের দিনে এসে ব্যাপারটা খেয়াল হয়। আমাদের দেশের ভাল নাম হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। একে ইংরেজিতে বলে People’s Republic of Bangladesh।

কেন আমাদের দেশ শুদ্ধমাত্র প্রজাতান্ত্রিক ( Republic )নয়, কেন এর সাথে গণ কথাটা যুক্ত? খেয়াল করে, গণচীন নামের যে দেশটাকে আমরা চিনি, তার ভালো নামও কিন্তু গণপ্রজানন্ত্রী চীন বা People’s Republic of China। একে তাই ইংরেজিতে বলে P R China, তাইওয়ান থেকে আলাদা করে বোঝাতে। লক্ষ্য করি, আমাদের নামের সাথে যে ‘গণ’ শব্দটি যুক্ত আছে, তা কিন্তু সমাজতান্ত্রিক দেশের ক্ষেত্রেই যুক্ত করা হয়ে থাকে। আগেকার দিনে, মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যখন সমাজতান্ত্রিক দেশগুলোর উদ্ভব ঘটে, সে সময়ে বেশীর ভাগ সমাজতান্ত্রিক দেশই ছিল গণপ্রজাতান্ত্রিক। এখনকার উত্তর কোরিয়াও কিন্তু গণপ্রজাতান্ত্রিক যদিও তারা আরো এককাঠি উপরে, তাদের নামের ভেতরে আছে গণতন্ত্রের কথা! যা হোক অন্য দেশের কথা না বলে আমাদের বাংলার কথাই বলি।

আমাদের যে ভাল নাম, তা হবার একটা কারণ হচ্ছে আমাদের ১৯৭২ সালে পাশকৃত প্রথম এবং অবিকৃত সংবিধানে সামজতন্ত্র একটি রাষ্ট্রীয় নীতি হিসাবে গৃহীত ছিল। সে কারনেই হয়তো এই নামকরণ। আমাদের যুদ্ধে সহযোগীতা করা দেশটির নামেও কিন্তু ‘গণ’ কথাটি যুক্ত নয়। কিন্তু তাদের রাষ্ট্রীয় মূলনীতিতে সমাজতন্ত্র আছে। তার মানে দাঁড়াচ্ছে, আমাদের দেশের একটি সামাজতান্ত্রিক চরিত্র এখনো রয়ে গেছে, কার্য ক্ষেত্রে না হলেও সাংবিধানিক ভাবে তো অবশ্যই।

তাই আমাদের এক প্রাক্তন সচতুর রাষ্ট্রপতি গণচীন ভ্রমনে গেলে সব সময়ে চীনা নেতাদের এই বলেই আশ্বস্ত করার প্রয়াস পেতেন যে, ‘আমরা তো আপনাদের মতই সমাজতান্ত্রিক একটি দেশ’। সে কারনে তাঁর সময়ে অনেক চীনে বণিক এবং সাহায্য এ দেশে আসে। একই ধারা বোধহয় এখনো অব্যাহত আছে।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।