একটি ছেলে প্রত্যয় । কেমন ছেলে আমি বলবনা কারন কাওকে খারাপ বা ভাল বলার জন্য নিজের কিছু গুন থাকতে হয় , কিন্তু আমার তেমন কন গুন ছিল না । হয়েছে কিছু , তা এই প্রত্যয়ের জন্য , কিন্তু তাও আমি বলবনা সে কেমন কারন আমি জানি আমি ওকে চিনতে পারিনি ।
পৃথিবীটিতে এই ছেলেটি আমাকে সব থেকে ভাল করে বুঝতে আমি তা কে বুঝতে পারিনি ...।
আমি কে এই প্রস্নের জবাব আমি কোনদিন দিতে পারিনি ।
হয়ত পারবও না । প্রত্যয় দিতে পারত , হয়ত এখনও পারবে । আমি ঠিক বলতে পারব না । ওর সাথে অনেক সময় কাটিয়েছি , বাচ্চা দের মত মজা করেছি কিন্তু আজ সে পাসে থেকেও নাই ।
একি কলেজ এ পড়ি আমরা হয়তো একি বেঞ্চ এও বসব ( যার সাথে প্রতিটি মুহুরত শেয়ার করতাম ) কিন্তু তার সাথে কথা হবে না ।
আমার দোষ কি এতটাই বেশি ছিল ওর কাছে ?
যাই হোক , আপনাদের আসল ঘটনা টা বলি ...
আমার মা বড্ড ...... কি বলব বুঝছি না , আসলে কথায় আসা যাক এবার । আমার একটা গার্লফ্রেন্ড আছে । আম্মুকে সেটা বলেছিলাম ... বলে কি ভুল টা করেছিলাম তার উদাহরন দিব আজকে ।
দৃশ্যপট ১
আমার আম্মুঃ জানেন ভাবি আমার ছেলের একটা গার্লফ্রেন্ড আছে কলেজ এ ।
প্রত্যয় আম্মুঃ তাই নাকি ভাবি ?
দৃশ্যপট ২
প্রত্যয় আম্মুঃ প্রত্যয় মুন এর আম্মু আমাকে বলেছে এসে তার ছেলে কলেজ এ মেয়েদের পিছনে ঘুরে ।
প্রত্তয়ঃ হুম
প্রত্যয় আম্মুঃ তুমি আবার এটা যেয়ে মুন কে বলিস না । প্রমিস কর ।
প্রত্তয়ঃ প্রমিস
দৃশ্যপট ৩
প্রত্তয়ঃ তর মা আমার আম্মু কে এসব বলছে ।
মুনঃ কোন সব রে ?
প্রত্তয়ঃ ...................................................
মুনঃ হুম বলব না আম্মু কে । প্রমিস ।
দৃশ্যপট ৪
অবস্তা এমন যে আমি রাগে এ জিনিস পত্র চ্যাঙা দিচ্ছি , এত রাগ যে আমি নরমালি চিন্তাও করতে পারছিলাম না ।
মুনঃ (কোন এক কথার মাঝে) তুমি তো আমার কথা সব জায়গা তে বলে বেরাও , তোমার মত মায়ের আমার দরকার নাই ।
এসব বলে বাসা ত্যাগ করি আমি রাগে । । আমার ফামিলি আমাকে অনেক কষ্টে বাসাতে ফিরিয়ে আনলেও এর মাঝে আমার আম্মু একটা কাজ করে ফেলে যার জন্য আমি তাকে কোন দিন মাফ করবো না ।
আম্মু যায় প্রত্যয় এর বাসায় । বলে ওর আম্মু কে , যে আমি চলে গেছি বাসা থেকে অ্যান্ড কাদতে কাদতে সব বলে ফেলে ... দুই দুটা প্রমিস ব্রেক সবার সামনে চলে আসে ।
এটি ছিল মনে হয় আমার প্রত্যয় এর সাথে প্রথম প্রমিস ব্রেক এবং ওর আম্মু র সাথেও ওর প্রথম প্রমিস ভঙ্গ ।
প্রত্যয় র আম্মু র সাথে প্রত্যয় এর ৪ দিন কথা কাটা কাটি চলে এবং ফাইনালই আমার আর প্রতয় এর মাঝের সকল যোগাযোগ এবং বন্ধুত্ব শেষ হয়ে যায় ।
আমি ছেলে হয়ে ২ থেকে ৩ রাত কেদেছি , হাত কেটে রক্ত বের করেছি ।
কিন্তু লাভ হবে না আমি জানি ।
বিবেক বান দের কাছে আমার প্রস্ন '' রেগে যাওয়ায় আমার অপরাধ টা কততুকু গুরুতর '' ? ? এইটার কি কোন মাফ নাই ?
(((আমার সব থেকে বড় বাংলা কোন জিনিস লিখা এইতাই । তাই ভুল গুলো মাফ করবেন দয়া করে । )))
আমার মত একটা সামান্য ছেলের জন্য আপনার সময় নষ্ট করার জন্য অসখ্য ধন্যবাদ ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।