পাওয়ার অব পিপল স্ট্রংগার দেন দি পিপল ইন পাওয়ার। http://mhcairo.blogspot.com/
লিবিয়া থেকে ফেরত এসে নিঃস্ব হয়েছেন প্রায় ৩০,০০০ শ্রমিক। তাদের পুনর্বাসনের দাবি সবারই। সেই প্রেক্ষিতে সরকারের ৫০,০০০ টাকা করে অনুদান দেবার সিদ্ধান্ত নিঃস্বন্দেহেই ইতিবাচক।
তবে....
আমি মনে করি প্রক্রিয়া সঠিক না হলে শ্রমবাজারে এর বিরূপ প্রভাব ফেলবে।
১) লিবিয়ায় এই মুহুর্তেও যারা ভাল অবস্থানে আছেন তারাও দেশে চলে আসার প্ল্যান করবে।
২) যারা তিন-চার বছর যাবৎ লিবিয়ায় আছে তারা দ্রুত চলে আসবে, যদিও হয়ত তারা ২/১ বছরে এমনিতেই চলে আসত। এখন ৫০,০০০ টাকা টিকিট বেচে যাবে + ৫০ হাজার টাকা অনুদান পাবে।
৩) অন্যান্য দেশ যেমন বাহরাইন, আলজেরিয়া, ইয়ামেন যেসব দেশে হালকা সহিংসতা চলছে সে সব দেশ থেকেও শ্রমিকরা চলে আসার চিন্তা করবে।
৪) সরকারি আমলারাও তাদের এই অনুদান দিতে দিতে অনেক সময় লাগাবে যেই সময়টাতে তারা বেকার হয়ে অনুদানের আসায় বসে থাকবে।
এর ফলাফল খুব একটা ভাল হবে না।
৫) সরকারি আমলারাও দুর্নিতি করার একটা ভাল সুযোগ পাবে।
তাহলে কি করা উচিত ছিল??
অবশ্য অবশ্যই তাদের পুনর্বাসনের ব্যাবস্থা করতে হবে। কারণ তাদের মত লোকজনই এই দেশটির অর্থনিতির চাকা সচল রেখেছে। তবে এইভাবে ঢালাও ভাবে কোন ঘোষনা না দিয়ে নির্দিষ্ট একটি প্রক্রিয়ায় এই অনুদানের ব্যাবস্থা করা উচিত ছিল।
ঢালাও ভাবে ঘোষনা দেবার পরপরই আজ সাল্লুম সিমান্তে আরো প্রায় ১০০০ বাংলাদেশী জমা হয়েছে। শংকা করা হচ্ছে এই সংখা দু'এক দিনের মাজে অনেক বৃদ্দি পাবে।
এটা সম্পুর্ন ব্যাক্তগত মতামত!!!
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।