আমাদের কথা খুঁজে নিন

   

সাধক হয়েই ফিরবো

চকিত চাহনী সেই হৃদয় দহনের ক্ষণ প্রতিটি প্রভাতে

বৃষ্টিহীন অপেক্ষায়; কখন ছুঁবো মসৃণতা, আকুলতায় প্রাণ ভিজাবো, চোখ জুড়াবো বিস্তৃর্ণ ঘাসের গালিচায়! গোধূলীর অস্ত রঙ হাতের কোসে কবে তুলে ধরবো? কখন-- এভাবে-- তোমার ভাবনায় দিনের বাড়ীতে রাত করে ফিরি। তুমি তো পরী নও; পরীদের কপালে টিপ আর ঠোঁটে লিপস্টিক থাকে না তুমি আসলে পরী নও; তুমি অপ্সরী। তুমি আজন্মই বাঙলা-- বর্ণ, মালা এবং পুথি। তুমি আজন্মই দেশ, তুমি বৃত্ত, অসংখ্য সুখের পিঞ্জর দুলছে তোমাতে তুমি বিণীত সুর, সাধনা এবং বন্ধন; তুমি প্রিয়তমা। হয়ত থাকা হবে না দীর্ঘ বিরহে যদি ফিরি তবে সাধক হয়েই ফিরবো।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।