আমাদের কথা খুঁজে নিন

   

সর্বশেষ সংবাদঃ মিরপুরে ব্লগার সানিউল ইসলাম কে জখম করেছে সন্ত্রাসীরা-আপডেট

আমি বিজয় নিয়ে তবেই বাড়ি ফিরব মা... মিরপুর অ্যকটিভিষ্ট ন্যাটওয়ার্কের সদেস্য সানিউল ইসলামকে কুপিয়ে আহত করেছে সন্ত্রাসীরা। মিরপুরে এই ব্লগারকে আহত করা হয়েছে বলে জানাগেছে। তাঁকে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়েছে। (তথ্যসূত্রঃ ইনডিপেনডেন্ট টিভি) পুলিশের কাছে আহত তরুণ নিজেকে ব্লগার বলে দাবি করেছেন। আহত এই তরুণের বয়স ২৭ বছর বলে জানাগেছে।

এই তরুণ একজন প্রকৌশলী। ব্লগার সানিউরের মা-বাবা ইস্টার্ন হাউজিংয়ে এবং সানিউর তেজগাঁওয়ের নাখালপাড়ায় থাকেন। রাত ১০টার দিকে সানিউর ইস্টার্ন হাউজিংয়ের বাসা থেকে নাখালপাড়ায় যাওয়ার উদ্দেশে পল্লবীর পূরবী সিনেমা হলের সামনে পৌঁছেন। এ সময় পেছন থেকে দৌড়ে এসে দুই যুবক তার ওপর চাড়াও হন। তাঁদের একজন সানিউরের মাথায় একটি চাপাতির কোপ দেন।

তাঁর চিত্কারে পথচারীরা এগিয়ে গেলে হামলাকারীরা পালিয়ে যায়। পথচারীরা তাঁকে রক্তাক্ত অবস্থায় মিরপুর ১০ নম্বরের বেসরকারি গ্যালাক্সি হাসপাতালে নিয়ে যান। পরে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। বলে প্রথম আলোকে জানিয়েছে পুলিশের পল্লবী অঞ্চলের সহকারী কমিশনার কামাল হোসেন। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১২ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।