নতুন একটি প্রস্তাব রাখতে চাই সৃষ্টিকর্তার কাছে, খুব অপ্রয়োজনীয় একটি প্রস্তাব। নিতান্ত বোকা মানুষগুলোর পক্ষ থেকে এই প্রস্তাব। ।
যখন খুব কান্না পায়, বোকারা তখন কি করে? এই দুনিয়া তো বোকাদের কাঁদতে দিতে চায় না। ।
তোমায় ঝাঁঝরা করে ফেলব তবু অশ্রু নিষিদ্ধ। কাঠের পুতুলগুলো তো কাঁদেনি কোন দিন, তা যতই তাকে খেলতে খেলতে ছুঁড়ে ফেলা হোক না কেন! তবে বোকারা কাঁদবে কেন?? অশ্রুর মূল্য কি বোকারা বোঝে? তবে এত দুঃসাহস কেন তাদের?? না , বোকাদের কাঁদতে দেয়া অন্যায়!!
কিন্তু বোকারা....
তখন কাঠফাটা রোদ্দুর,, বোকাটার ভীষণ মন খারাপ। তার ছোট্ট মনে ঝড় উঠেছে বিপদ সংকেত ছাড়াই, বিপদ বৈকি!! বোকাটার আপন কেউ নেই, সে যে কেবলই বোকা! রঙ্গিন পৃথিবীতে লাল নীল বাতির আলোক সজ্জায় সে খুবই বেমানান, সে যে কেবলই বোকা!!
আজ বোকার কিছু ভাল লাগছে না, কারন কিন্তু অজ্ঞাত! বোকাটা কাউকে কিছু বলেও না ছাই! পাছে সবাই হেসেই মরে যায়!! থাক! তার দুঃখ গাথা মনের মাঝে চাপা পরে থেতলিয়ে থাক। বোকার সয়ে গেছে বেশ! কিন্তু তার দুঃখগুলো আজ ভীষণ এলোমেলো,, চাপা দিতে গিয়ে হয়রান আজ বোকা। কি করে সে এখন!!
সারাটা দিন মেঘের গর্জন শুনেছে সবাই।
। বোকাটার ভালই লাগছে। । অনেক দিন পর আজ তার ভাল লাগার দিন এসেছে,, যুগ যুগ ধরে এই মেঘের গান শুনবে সে, ঝমঝম বৃষ্টিও হলো, বেশ বেশ!! বোকাটার ভালই কপাল আজ। ।
বিস্তৃত হাসি মাখা মুখ... কিন্তু সে যে কেবলই বোকা! মন খারাপের তাড়ায় আজও তার ব্যতিক্রম নয়, এক নিমেষে বোকাটার মন খারাপ হয়ে গেল! ভারী একটা আজব দিন। । ভাল ভাল, কিন্তু ভাল নয়। বোকার তাও এতটুকু আশ্বাস,, আজ বৃষ্টির দিনে নেমে যাবে রাজপথে, কেউ আজ দেখতেও পাবে না তার অশ্রু, সাজা দেবার প্রশ্নও অবান্তর! কিন্তু একি! পথে নামতেই ভেজা প্রকৃতি শুষ্ক হাসি দিলো যে!! বোকাটা কাঁদবে কেমন করে?? দেখে ফেললেই সাজা!! নাহ। আজও হল নাহ....
এই বোকাটা কেবল বোকা! ফেলফেল করে তাকিয়ে থাকে।
। " কি চাই!!!" মুখে এক রাশ নিরবতা নিয়ে অনেক অনেক কথা বলে ফেলল সে।
ও আচ্ছা!! তবে আমি বলে দেব ঈশ্বরকে।
বোকাটা বলে কিনা তার একটা ছোট্ট পৃথিবী চাই। ।
কিচ্ছু চাই না তাতে,শুধু এক মুঠো নিরবতা চাই, মানবহীন একটু ঠাঁই!! একরাশ সবুজ হলে খুব ভাল হয়, সাথে এক পশলা বৃষ্টি!!! আমি তাকে মিথ্যে আশ্বাস তো দিলাম ঠিকই, কিন্তু বোকাটা জানে না কত দামি জিনিস সে চেয়েছে, বোকা চালাক সবাই তা চায়। । একটা ছোট্ট নিবিড় ঠাঁই, যেখানে কাঁদলেও কেউ সাজা দেবার নেই, কারো মনে প্রশ্ন উদয়ের দুশ্চিন্তাও নেই। । সবাই আজ বোকাটার মতন বোকা হতে চায়।
।
হে ঈশ্বর! প্রতিটি মানুষের জন্য একটি করে ছোট্ট পৃথিবী দাও!! একটু কাঁদবে আজ তোমার ধরা, একা একা....
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।