কবিতা আমি লিখিনি কখনো, তবু মাঝে মাঝে মনের কথা বা ব্যথা গুলো লিখে রাখতে ইচ্ছা করে।তাই আর কি।
আজকে আমি পণ করেছি
আমার লেখায় ফেলবোনা আর তোমার ছায়া
লিখবো না আর
ভালোবাসার গান;
আমার লেখায় ধরবো তুলে
ফুল,পাতা বা অন্যকিছু
হোক না সেসব সৃষ্টিছাড়া,
একদমই নিষ্প্রাণ!
বলছে সবাই আমি নাকি
তোমার প্রেমে এমন পাগল!
কলম আমার স্তব্ধ থাকে
আঁকতে গেলেই অন্য কোন ছবি
আজকে তাদের বুঝিয়ে দেব
-"বৃথাই তোদের সমালোচনা!
বুঝবি আমি কেমনতর
উচ্চমানের-পারফেক্ট এক কবি!!!"
এই না বলে কলম হাতে
সারাদিনের প্রচেষ্টাতে
নেশায় পাগল-
লিখেই দিলাম চমৎকার এক কাব্যগাঁথা
কিন্ত একী!!
কাব্যগাঁথার সবটা জুড়েই
এঁকেছি আমি তোমার ছবি
নষ্ট করে পাতার পরে ৩০০ পাতা!!
বৃথাই আমার চ্যালেঞ্জ করা
কে বলেছে পারবো আমি
সফল হতে
"অন্য কিছুর" কবি!
তুমিই আমার শেষ আশ্রয়
তুমিই আমার মূল প্রেরণা
কবিতা আমার
শুধুই তোমার ছবি
(এটা কবিতা তো হয়ই নি, ছড়াও হয়নি। তবুও পোষ্ট করলাম। বেশিদিন রাখবোনা)
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।