আমি পৃথিবীর মঞ্চে অবাঞ্ছিত দর্শক, তবু কিছু কথা বলে যেতে চাই।
আমি, আমার জীবন থেকে আরেকটি দিন হারালাম আজকে। কতটা বদলেছি আমি?? কালের স্রোতে আম কি ভেসে চলা শ্যাওলা?? আর কতটা পথ আমি, পৃথিবীর পথে হাটব??
পাপ-পূন্য, জরা-মৃত্যুর ধরায় আমি বিধাতাকে ধন্যবাদ দিতে চাই। কেননা আমাকে আরো পাপে অবগাহন করাননি বলে। আমাকে আরো কষ্ট দেননি বলে।
আমি বাচঁতে চাই।
আমি কাদঁতে চাই।
আমি হাসতে চাই।
কি বিচিত্র পৃথিবী আমার পথে আমি একা। জীবনের অল্প পথে আমি আরো কষ্ট পেতে চাই।
। জীবন তুমি আমাকে আর কত দূর নিয়ে যাবে? আমি মুক্তি চাই। স্বাধীন পথে কোন বাঁধন নয়............। ।
বিবর্ণ একটা দিন
আজ হারিয়ে গেল,
বিবর্ণ কিছু স্মৃতি
বিস্মৃতির আড়ালে হারিয়ে গেল।
বিবর্ণ আমার জীবন
আছি এক অজানা প্রতিক্ষায়,
বিবর্ণ তুমি কতদূরে
আজ আমি স্মৃতিময়।
বিবর্ণ আমি ও আমার পথ
বৃষ্টি ভেজা পিচ্ছিল
বিবর্ণ সে পথে আম তবুও
হাটছি???
কিসের আশায়???
বিবর্ণ তুমি উত্তর দেবে কি????
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।