আমাদের কথা খুঁজে নিন

   

ঐতিহ্যের ধারায় পহেলা বৈশাখ...

বার বার মনে পড়ে সোনালী সেই দিন গুলো...

সকল অমঙ্গলকে দূরে ঠেলে মঙ্গল কামনায় বৈশাখের প্রথম প্রহরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চার“কলা থেকে বের হয় মঙ্গল শোভাযাত্রা। প্রচলিত আছে মঙ্গলশোভার মাধ্যমে জগতের সকল অমঙ্গল দূর করা হয়। বর্নাঢ্য আয়োজনে শুর“ হয় দিনের কর্মসূচী। আবহমান বাংলার একটি অত্যন্ত গুর“ত্বপূর্ন ও উল্লেখযোগ্য দিন পহেলা বৈশাখ। পহেলা বৈশাখ এলে আমরা জেগে উঠি নতুন উদ্যামে।

বৈশাখি সাজে, সাজে পুরো দেশ। সকাল থেকে রাজধানী মেতে উঠে বৈশাখী উৎসবে। রমনার বটতলায় শুর“ হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। সকাল থেকে রাত অবদি রাজধানীর বিভিন্ন স্পটে চলে বর্নাঢ্য সব অনুষ্ঠান মালা। এমনিতেই বাঙ্গালী জাতি উৎসব প্রিয় জাতি হিসেবে খ্যাতি অর্জন করেছে।

আর সম্প্রতি প্রতিটি উৎসব বা বিশেষ দিবেসে ঐ দিবস কেন্দ্রিক সাজ সজ্জায় মেতে উঠে শিশু কিশোর যুবক কিংবা বয়োবৃদ্ধরা। ছবির হাটে বসে পান্তা উৎসব। পান্তা আর একটু ইলিশ ভাজা না হলে যেন পহেলা বৈশাখের ষোল আনাই অপূর্ন রয়ে যায়। শুধু ছবির হাট নয় রমনা পার্ক , সোরোয়ার্দী উদ্যান, ধানমন্ডির রবিন্দ্র সরোবর, সব ¯’ানেই চলে বৈশাখের বাহারি অনুষ্ঠান মালা। দিবসটি ঘিরে দেশের টিভি চ্যানেল গুলো সাজায় বৈশাখ কেন্দ্রিক অনুষ্ঠানমালা দিয়ে।

মনে করিয়ে দেয় আমাদের লোকজ ঐতিহ্য সংস্কৃতিকে । মনে চায় ফিরে যাই ইট কাঠে মোড়া এই যান্ত্রিক নগরী ছেড়ে। গ্রামে যেখানে থাকবেনা যন্ত্র চালিত গাড়ীর হাইড্রোলিক হর্ন, থাকবেনা গাড়ী কিংবা কারখানার কালো ধোয়া। থাকবে সবুজে ঘেরা শীতল পরিবেশ। সবুজ ঘাসের ডগায় থাকা শিশির পায়ে লেগে উষ্ণতা ছড়াবে।

বৈশাখ নিয়ে কম ভবনা নেই লেখক কবি কিংবা শিল্পীদেরও। যার প্রমান...এসো হে বৈশাখ এসো এসো, সুর ছড়িয়ে মন খুলে গেয়ে উঠে শিল্পী। কবি লিখে বৈশাখি কবিতা কিংবা ছড়া। আমাদের ছোট নদী চলে বাকে বাকে, বৈশাখ মাসে তার হাটু জল থাকে। পাড় হয়ে যায় গর“ পাড় হয় গাড়ী, দুই ধার উচু তার ঢালু তার পাড়ি।

পহেলা বৈশাখ উপলে দৈনিক পত্রিকাগুলোর বিশেষ আয়োজন থাকলেও সে দৌড়ে পিছিয়ে থাকতে চায়না সাহিত্য প্রেমীরাও। সারাদেশ থেকে বৈশাখ উপলে অসংখ্য লিটল ম্যাগ কিংবা সাহিত্য সংস্কৃতির কাগজ প্রকাশিত হয় উল্লেখযোগ্যহারে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.