আমাদের কথা খুঁজে নিন

   

ধারাবাহিক পোস্ট : *নামকরণের ইতিহাস* জেলার নাম : মানিকগঞ্জ ।

ছন্নছাড়া বাঁধনহারা দস্যি একটা ছেলে ,, দিবানিশি ক্যামেরা চালায় আহার নিদ্রা ফেলে :) :)

নামকরণ : মানিকগঞ্জ জেলার নামকরণ এর সাথে জড়িয়ে আছে অসংখ্য মতবাদ । এক তথ্যানুসারে জানা যায় , মানিক শাহ্ নামের এক সূফী সাধকের নামানুসারে এই জেলার নামকরণ করা হয় মানিকগঞ্জ । আবার অনেকের মতে , দুর্ধর্ষ পাঠান সর্দার মানিক ঢালীর নামানুসারে এ জেলার নামকরণ করা হয় মানিকগঞ্জ । অন্য এক তথ্যে জানা যায় ,, বাংলার শেষ নবাব সিরাজদ্দৌল্লার বিশ্বাসঘাতক সহযোগী মানিক চাঁদের নামানুসারেই এই জেলার নাম মানিকগঞ্জ রাখা হয়েছে । ঐতিহাসিক ও দর্শনীয় স্থান : ইমাম পাড়া জামে মসজিদ ।

ইব্রাহিম শাহের মাজার । একচালা দুর্গ শিবালয় । মত্তের মঠ । শ্রী শ্রী আনন্দময়ী কালিবাড়ী । বাইমাইলের নীলকুঠি ।

ফোর্ড নগরের দুর্গ । বায়রা নীলকুঠি । দত্ত-গুপ্তদের বাসভবন । আনন্দ কুঠি ও মন্দির । কাটাসগড় দুর্গ ।

ঢাকীজোড়ার দুর্গ । দশচিড়া বৌদ্ধ বিহার ও স্তুপ । নবরত্ন মাঠ । তেওতা জমিদার বাড়ি । মাচাইন মসজিদ ।

শাহ রুস্তমের মাজার । তেওতার নীল কুঠি । বালিয়াটির জমিদার প্রাসাদ । ধানকোড়া জমিদার বাড়ি । কালু শাহের মাজার ।

এছাড়াও অনেক দর্শনীয় ও ঐতিহাসিক স্থানের দেখা মিলবে এই জেলায় । ধন্যবাদ ,,,,,,,,,

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৮ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।