আমাদের কথা খুঁজে নিন

   

এ সরকারের অজর্ন ও ব্যার্থতা।

শরীরে শরীর নয়, ঠোঁটে ঠোঁট রাখাও নয়, মূহুর্তের ছোঁয়াও নয়, একটু দেখাতেই লিটার খানেক অগ্নিজলের ঘোর।

১। অর্জন: ক। দ্রব্যমূল্য স্থিতিশীল করন (আংশিক, বিশ্ববাজারে দ্রব্যমূল্যের নিম্ন গতির কারনে) । খ।

টিফা চুক্তি সাময়িকভাবে রদ করন। গ। ট্রানজিট চুক্তিতে সাক্ষর দিতে অস্বীকার করন। ঘ। দূর্নীতিমুক্ত মন্ত্রী পরিষদ গঠন করন।

এসবগুলোই কি ৩০+ দিনের সরকারের জন্য বিশাল অর্জন নয়? _____________________________________________ ২। ব্যার্থতা। ক। আইন শৃঙ্খলা পরিস্থিতি সামলানোয় অপারগতা। খ।

গ। ঘ। .............। প্রয়োজন নেই। এই একটি ব্যার্থতাই যথেষ্ঠ সমস্ত অর্জনকে ছাপিয়ে যেতে।

____________________________________________ লক্ষ্য করুন: আমি মৌলবাদীদের কার্যক্রম এর মধ্যে ফেলছিনা, কারন তাদের তৎপরতা ঠেকানোর মত শক্তি এ সরকারের নেই এবং সেজন্যে তাদের দুষছিওনা। ______________________________________________ আমরা স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি চাই।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.