আমাদের কথা খুঁজে নিন

   

একজন আন্না হাজারেঃ আমাদের দেশে হবে সেই ছেলে কবে?

সামুতে অর্থহীন অশুদ্ধ বাংলা ও বাংলিশ শব্দ পরিহার করি
ভারতে সাম্প্রতিক কয়েকটি বড় বড় দূর্নীতির ঘটনা উদঘাটিত হওয়ায় বর্তমান দূর্নীতি দমন হয়ে উঠেছে সবচে বড় আলোচিত ইস্যু। ভারতে দূর্নীতির স্থান নেই, দূর্নীতি বিতাড়িত করতে জন লোকপাল বিল পাস করতে হবে, এমন দাবি নিয়ে গত গত মঙ্গলবার থেকে সমাজকর্মী আন্না হাজারে রাজধানী নয়াদিল্লীর যন্তর-মন্তরে শুরু করেন আমরণ অনশন। তার মতে দূর্নীতি দমনের জন্য সরকার ২০১০ সালে যে লোকপাল বিল পাস করেছে তা দূর্নীতি দমনে বিন্দুমাত্র ভূমিকা রাখতে পারবে না কারণ এই আইনের মাধ্যমে প্রধানমন্ত্রী কিংবা মন্ত্রীদের দূর্নীতি রোধ করা কিংবা বিচার করার সুযোগ নেই। দূর্নীতি হটানোর দাবিতে ভারতের সমাজকর্মী আন্না হাজারের শুরু করা আমরণ অনশন কর্মসূচিতে তিনি পাশে পেয়েছেন গোটা ভারতবাসীকে। গত বৃহস্পতিবার ভারতের কয়েকশত শহরে লক্ষাধিক লোক আন্নার অনশনের সঙ্গে নতুন করে একাত্মতা ঘোষণা করতে রাস্তায় নেমে আসে।

আন্নার অনশনের সঙ্গে একাত্মতা ঘোষণা করেছেন বলিউডের সুপারস্টার আমীর খান, হূত্মিক রোশন, আবতাবসহ বেশ বহুসংখ্যক অভিনেতা অভিনেত্রী। বিশ্বকাপ জয়ী ক্রিকেট দলের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি আন্নার পক্ষে সমর্থন ব্যক্ত করেছিলেন। প্রতিটি রাজ্য থেকে বিভিন্ন স্তরের মানুষ দলে দলে যোগ দিচ্ছেন এই অনশন কর্মসূচিতে। প্রথমদিকে সরকার তার দাবিকে তেমন গুরুত্ব দেয়নি। কিন্তু ধীরে ধীরে দূর্নীতির বিপক্ষে ভারতবাসীর গণরায় দেখে ভারত সরকার আন্নার কাছে প্রস্তাব পাঠায় তার দাবি মতো জন লোকপাল বিল পাস করার জন্য অনানুষ্ঠানিক একটি কমিটি গঠন করা হবে।

কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী আন্নার কাছে চিঠি লিখে তার অনশন ভাঙতে অনুরোধ করেছেন। জবাবে আন্না বলেছেন, দূর্নীতি নির্মুলের জন্য একটি কার্যকর কমিটি গঠন না হওয়া পর্যন্ত অনশন চলবে। দাবি আদায়ের জন্য যদি মৃত্যু পর্যন্ত অপেক্ষা করতে হয় তবে সেটাই করবেন বলে জানিয়েছেন তিনি। অনশন ভাঙানোর জন্য সরকারের শীর্ষ পর্যায় থেকে অনুরোধ অব্যাহত আছে। প্রধানমন্ত্রী মনমোহন সিং এবং কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর পর এবার আন্নার অনশন ভঙ্গ করতে অনুরোধ জানিয়েছেন দেশটির অর্থমন্ত্রী প্রণব মুখার্জী।

ভারতের মতো দুর্নীতি অক্টোপাসের মতো তিলি তিলে গ্রাস করছে আমাদেরও। আমাদের দেশে শেয়ার বাজার কেলেঙ্কারীর খলনায়ক দুর্নীতিবাজদের কাছে পরাজয় স্বীকার করে নেয় অর্থমন্ত্রী, ভূমি খেকোদের হাত অনেক লম্বা বলে রণে ভঙ্গ দেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী। এমন সময় আমাদের দেশে প্রয়োজন একজন আন্না হাজারে যার কাছে নতি শিকার করবে দুর্নীতি। আমাদের দেশে হবে সেই ছেলে কবে ?
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.