আমাদের কথা খুঁজে নিন

   

বৃহত্তম হ্যাকিংয়ের তদন্ত শুরু

সম্প্রতি যুক্তরাষ্ট্রের বৃহত্তম হ্যাকিং ঘটনার তদন্ত শুরু হয়েছে। সংবাদসংস্থা বিবিসি জানিয়েছে, রাশিয়া ও ইউক্রেনের পাঁচজনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানের ডেবিট ও ক্রেডিট কার্ডের নম্বর চুরি করে প্রায় ১৬ কোটি ডলার আত্মসাতের অভিযোগে তদন্ত শুরু করেছেন তদন্তকারীরা।
এ চুরির ঘটনায় ন্যাসডাক, ভিসা, ডাও জোন্স ও জেসি পেনির মতো প্রতিষ্ঠানগুলো আর্থিক ক্ষতির শিকার হয়। এ ছাড়াও অর্থ চুরি হয় অন্যতম বড় ক্রেডিট ও ডেবিট কার্ড লেনদেন নিষ্পন্নকারী প্রতিষ্ঠান হার্টল্যান্ড পেমেন্ট সিস্টেমস, ফরাসি বিক্রেতা কেয়ারফোর, বেলজিয়ামের ডেশিয়া ব্যাংক ও সেভেন ইলেভেনের।
যুক্তরাষ্ট্রের নিউ জার্সির অ্যাটর্নি পল ফিশম্যান বলেন, “এটি যুক্তরাষ্ট্রের বৃহত্তম হ্যাকিং ও ডেটা চুরির ঘটনা।”
গ্রেপ্তারকৃত পাঁচজনের বিরুদ্ধে কম্পিউটার হ্যাকিং ও প্রতারণার মাধ্যমে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ আনা হয়েছে।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.