নিজের ব্যাপ্যারে কিছু বলতে চাইনা শুধু এতটুকু বলবযে খুব ছোট বেলার ইচ্ছা আমার সাত রংয়ের রংধনুকে ছুতে চাই ।
জার্মান-ফরাসি অভিনেত্রী রোমি স্নাইডারের নামে প্রবর্তিত রোমি অ্যাওয়ার্ডের এক বড় ধরনের আসর বসবে ১৬ এপ্রিল। অস্ট্রিয়ার ভিয়েনায় অনুষ্ঠেয় এ অনুষ্ঠানে ভারতীয় অভিনেত্রীদের মধ্যে কেবল মল্লিকা শেরাওয়াতই আমন্ত্রণ পেয়েছেন ।
১৯৯০ সাল থেকে চালু হওয়া এ অনুষ্ঠানে এই পর্যন্ত কোনো ভারতীয় অভিনেত্রী উপস্থিতি ছিলেন না। আমন্ত্রিত হয়ে মল্লিকা এ নিয়ে বেশ উচ্ছ্বসিত।
মিড ডে মেইলে প্রকাশিত জার্মান-ফরাসি অভিনেত্রী রোমি স্নাইডারের নামে প্রবর্তিত রোমি অ্যাওয়ার্ডের এক বড় ধরনের আসর বসবে ১৬ এপ্রিল। অস্ট্রিয়ার ভিয়েনায় অনুষ্ঠেয় এ অনুষ্ঠানে ভারতীয় অভিনেত্রীদের মধ্যে কেবল মল্লিকা শেরাওয়াতই আমন্ত্রণ পেয়েছেন ।
১৯৯০ সাল থেকে চালু হওয়া এ অনুষ্ঠানে এই পর্যন্ত কোনো ভারতীয় অভিনেত্রী উপস্থিতি ছিলেন না। আমন্ত্রিত হয়ে মল্লিকা এ নিয়ে বেশ উচ্ছ্বসিত।
মিড ডে মেইলে প্রকাশিত খবরে মল্লিকা তাঁর প্রতিক্রিয়ায় বলেন, ‘এটা সত্যিই অবিশ্বাস্য এবং অনেক সম্মানের।
আমার মতো একজন অভিনেত্রীকে রোমি অ্যাওয়ার্ডে আমন্ত্রণ করায় সত্যিই ভালো লাগছে। ’ তিনি আরও বলেন, ‘রোম বিশ্বের অন্যতম সুন্দর শহর। আমি নিজেও ইউরোপের ছবিতে কাজ করতে আগ্রহী। বেশ কয়েকজন ইউরোপিয়ান ছবির নির্মাতার কাজও আমার ভালো লাগে। তাঁদের মধ্যে ওলফগ্যাং মার্নবার্গার নামের নির্মাতার কাজ সত্যিই আমার খুবই পছন্দের।
’
উল্লেখ্য, জার্মান অভিনেত্রী রোমি স্নাইডার অস্ট্রিয়ার জন্মগ্রহণ করলেও তিনি ফান্সের নাগরিকত্ব নেন।
উদৃত প্রথমআলো
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।