আমাদের কথা খুঁজে নিন

   

নারী উন্নয়ন নীতি, মোল্লাদের হরতাল, অফিস ফাকিঁবাজ ও ইসস!

নিজের ব্যাপ্যারে কিছু বলতে চাইনা শুধু এতটুকু বলবযে খুব ছোট বেলার ইচ্ছা আমার সাত রংয়ের রংধনুকে ছুতে চাই ।

আমাদের দেশে নারী উন্নয়নে সরকার কার্যক্রম হাতে নিলেই মোল্লারা ফতোয়া দেয় এবং আন্দোলন শুরু করেন এতে কার্যক্রমে বাধাগ্রস্ত করেন। ব্যপারটা খুবই দুঃখজনক। এমনিতেই আমাদের দেশের নারীরা অনেকটা পুরুষ নীর্ভরশীল, গুটি কয়েক জন ছাড়া। আমাদের দেশের বেশিরভাগ নারীদের র্শীষে পৌছানের পেছনে একজন বা ততোধিক পুরুষের ভূমিকা রয়েছে।

আমাদের দেশের দুই নেত্রীও এ ক্ষেত্রে পিছিয়ে নেই একজন তার বাবার কল্যানে আর একজন তার স্বামীর কল্যানে দেশের কান্ডারী বা বিরোধী দলের ভূমিকা পালন করছেন। এখন অনেক নারীরাই নিজের পায়ে দাড়ানোর চেষ্টা করছেন। কারন অন্যের উপর ভর করে উঠতে গেলে পারিবারিক জীবনে নানা সমস্যায় পরতে হয় তাছাড়া যে পুরুষটি সহযোগিতা করেন সেও ফায়দা লোটার চেষ্টা করেন। নারীদের সম অধিকার বাস্তবায়নে সরকার পদক্ষেপ নিলেন আর দেখুন মোল্লারা কি কান্ডটাই না করে বসলো। এমন হলে আদৌ নারী উন্নয়ন সম্ভব কিনা প্রশ্ন থাকে।

সরকার হয়তো আগ্রহ হারিয়ে ফেলবেন এ নীতি বাস্তবায়নে কারন আমাদের দেশের মানুষ ধর্মপরায়ন, মোল্লাদের বিরুদ্ধে কিছু করতে গেলেই নির্বাচনের সময় হিসাব নিকাশ নিয়ে সমস্যায় পড়তে পারেন এই ভয়ে! আজ ঢিলা ঢালা হরতাল পালন হচ্ছে রাস্তায় রিকসা, সি এন জি এমনকি বাসও পাওয়া যাচ্ছে। অফিসে আসবো ভাবলাম কিন্তু আজতো হরতাল প্রতিদিনের চেয়ে একটু বেশি ঘুমিয়ে নেই এমন সুযোগ পাওয়া যাবেনা, বউ থাকলে অফিসেই আসতাম না বাসায়ই হরতাল দিবস পালন করতাম! আমরা বাঙ্গালীরা ফাকিবাজিতে ওস্তাদ ডান হাত, বাম হাতে কাজ না হলে তৃতিয় হাত অজুহাততো আছেই! অফিসে এসে দেখলাম তৃতিয় হাতের আজ ব্যপক ব্যবহার হচ্ছে! অনেকেই আজ অফিসে আসেন নি! ইসসস আমার যদি বউ থাকতো তাহলে আমিও আজ অফিসে না এসে পরের দিন তৃতিয় হাত ব্যবহার করতে পারতাম!!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.