বিবিসির সান্ধ্যকালীন অনুষ্ঠান থেকে জানলাম আন্না হাজারীর নাম। গান্ধীবাদী সামাজিক আন্দোলনের সাথে জড়িত একজন সাধারন কর্মী। ভারতের রন্ধ্রে রন্ধ্রে যখন দুর্নীতির বিষবাষ্প ফণা তুলছে,সমাজের মন্ত্রী,আমলা,শিল্পপতি কিংবা ছবিপাড়ার বড় বড় হোতারা যখন আর্থিক দুর্নীতির অতলে হারিয়ে যাচ্ছে দেশের টাকা লুটে ঘরে তুলছে,আর অপরদিকে দ্রব্যেমুল্যের পাগলাঘোড়া সাধারন জনগনের পকেটটাকে যখন ফালি ফালি করে দিচ্ছে তখনই,ঠিক তখনই সাধারনের হৃদয় ফুড়ে ত্রাতা হয়ে এলেন তিনি। ভারত সরকার ঘোষিত আর্থিক দুর্নীতি বিরোধী লোকপাল বিলের বিরুদ্ধে যন্তর মন্তরে শুরু করেছেন অনশন। তিনি চান বিলটিতে আরও স্বচ্ছতা আসুক,জনগণের সম্পৃক্ততা বাড়ুক।
যাতে উপর মহলের লোকেরা দুর্নীতি করে পার পেয়ে না যায়। মাত্রতো তিনদিন হলো অনশন শুরু। এরই মধ্যে এই সাধারন মানুষটি জনগনের কাছে অসাধারন হয়ে উঠেছেন। ছেলে বুড়া /আবাল বৃদ্ধ বনিতা সকলই ছুটছেন তার প্রতি সমর্থন জানাতে। টিভি চ্যানেলগুলো সার্বক্ষনিক আপডেট জানাচ্ছে।
শুধু যন্তরমন্তরে নয় এই আন্দোলনের উত্তাপ ছড়িয়ে পড়েছে ভারত ছাড়িয়ে সুদুর আমেরিকাতেও। সরকার ক্রমশ চাপের মুখে পড়ছে। সরকার আন্না হাজারীর সাথে ইতিমধ্যে আলোচনার প্রস্তাব দিয়েছেন।
এই আন্না হাজারীর মত আমাদেরও সময় এসেছে আজ সজাগ হবার। যে দেশ বার বার দুর্নীতিতে প্রথম হয় সেই দেশকে বাচানোর জন্যে ,আমলাতান্ত্রিক দুর্নীতির বিরুদ্ধে রুখে দাড়ানোর জন্যে আজ আমাদের ঘরে ঘরে আন্না হাজারীর প্রয়োজন।
যে বা যারা চাইবে একটি স্সয়ংসম্পুর্ন স্বাধীন দুর্নীতি দমন কমিশন। যেখানে শক্তির জোরে কেউই কখনই পার পেয়ে যেতে পারবেনা।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।