রান্নাঘরের জন্য ব্যবহৃত গ্যাসের দাম আবারো বাড়বে ?
কি আর করা এ দেশে থাকতে হলে আরো কতো কিছু মানতে হবে।
গত দুই বছর ধরে রাত ১১ টা থেকে সকাল ৬ টায় গ্যাস পাচ্ছি। তার জন্য সরকারকে বিল দিচ্ছি ৪৫০ টাকা। আর নিজেদের রান্না বান্না সারার জন্য কোরোসিন কিনছি ১০০০ - ১৫০০ টাকার।
গ্যাসের অপ্রতুলতার জন্য যদি গ্যাসের দাম বাড়ে ।
তাহলে আমার প্রশ্ন হচ্ছে যে, গ্যাসের দাম বাড়লে কি গ্যাস সরবারহ বাড়বে?
না কি আগামীতে ঘরে গ্যাসের চুলা রাখার দায়ে সরকারকে মাসে মাসে বাড়তি বিল দিতে হবে আমার মত ম্যাঙ্গু জনতাকে?
যারা একটি দেয়াশলাইয়ের কাঠি বাছানোর জন্য সারাদিন চুলা জ্বালিয়ে রাখেন / রাখতেন তরারও কি আমার সমানই বিল দিবেন?
নাকি সরকার গ্যাসের মিটার দিয়ে গ্যাসের অপব্যবহার কমানোর চেষ্টা করবেন?
আমার কথা হচ্ছে সারাদিনে গ্যাস যতটুকু পাই আর না পাই। আমার চুলার জন্য সরকার মিটার দিয়ে দিক, আমি যতটুকু গ্যাস খরচ করি ততটুকুর বিল দিব। দরকার হলে সরকার ইউনিট প্রতি বিল বাড়াক। শুধু বাসায় গ্যাসের চুলা রাখার দায়ে মাসে মাসে আমাদের কাছে বাড়তি বিল দাবি করবে সরকার এটা আমার কাছে ঠিক মনে হচ্ছে না।
----------------------------------------------------------------------
উপরের লেখাটুকু আমার মত অলস গাধার গোবর মস্তিষ্কের চিন্তা ভাবনা মত্র।
আশা করি বিজ্ঞ সমাজ আমার এই চিন্তা নিয়ে আলোচনা করে নিরর্থক সময় নষ্ট করবেন না। কারন সময়ের অনেক দাম.............. গ্যাসের দামের ছেয়ে অনেক অনেক বেশী। তাই আমরা সময় বাচানোর জন্য মাইক্রোওভেন ব্যবহার করি, আর লোডশেডিংয়ের সহায়তা করি।
--------------------------------------------------------------------
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।