আমাদের কথা খুঁজে নিন

   

ধারাবাহিক পোস্ট : *নামকরণের ইতিহাস* জেলার নাম : গাজীপুর ;

ছন্নছাড়া বাঁধনহারা দস্যি একটা ছেলে ,, দিবানিশি ক্যামেরা চালায় আহার নিদ্রা ফেলে :) :)

জেলার নাম : গাজীপুর ; নামকরণ :- কথিত আছে দিল্লীর সম্রাট মুহাম্মদ বিন তুঘলকের শাসনামলে পালোয়ান গাজী নামক জনৈক মুসলমান যোদ্ধা এ অঞ্চলে বসতি স্থাপন করেন । তখন এই অঞ্চল ছিলো ঘন জঙ্গল এ ভরা । তিনি এই এলাকার জঙ্গল পরিস্কার করে বসবাসের উপযোগী করে তোলেন । পরবর্তীতে তার বংশধররা (গাজী বংশ) অনেক দিন এই এলাকা শাসন করেন । সময়ের পরিক্রমায় গাজী বংশ বেশ পরিচিতি ও সুনাম অর্জন করে । ধারণা করা হয় স্থানীয় জনসাধারণ তাদের সুশাসনের প্রতি সম্মান প্রদর্শনপূর্বক পালোয়ান গাজী থেকে এ জেলার নামকরণ করেন গাজীপুর । ঐতিহাসিক ও দর্শনীয় স্থান :- আনসার একাডেমী , ধান গবেষনা ইন্সটিটিউট , ভাওয়াল জাতীয় উদ্যান , নুহাশ পল্লী ইত্যাদি । ধন্যবাদ ....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।