সাফল্যে কে না চায়।
একজন ভিক্ষক ও চায় তার নিজের সাফল্যে। অর্থ্যাৎ
যে যত করুন ভাবে লোকজনের কাছে আবদার করতে পারবে সে তত টাকা পয়সা পাবে। আপদত চোখে দেখা যায় তার কাজটা অনেক সহজ আসলে কিন্তু তা নয়। একজন মানুষের মন গলানো চাট্টি খানি কথা নয়।
এই যে মানুষের মন গলানোর জন্য তাকে অনেক পরিশ্রম করতে হয়।
ইস! শফিক, সে ক্লাসের সবচেয়ে ভালো ছাত্র। সব স্যারেরা তাকে আদর করে। এমনকি ক্লাসের সবচেয়ে সুন্দরী ছাত্রীটি ও তার দিকে চেয়ে থাকে।
সে খেলাধুলায় ও ভালো।
সে এগুলো কি ভাবে পারে। ইস! আমি যদি পারতাম। অথচ তার চেয়ে আমার চেহারা অনেক ভালো। আমার ও ইচ্ছা করে তার মতো হতে। ।
সায়েম, সে একজন নতুন অফিসার, মাত্র সাত-আট মাস হলো জয়েন করেছে। এরই মাঝে সে সবার প্রিয় হয়ে উঠেছে। ইনচার্জ তো আসেনই এমনকি কোম্পানীর এমডি ও তাকে ডেকে নিয়ে যায় কাজ করার জন্য। কম্পিউটার সমস্যা সায়েম, মেইল পাঠাতে হবে সায়েম, প্রজেক্টর শো- সায়েম, । কি অবলীয়ভাবে সে কাজ করে যায় হাসি মুখে।
ইস! আমার ও তো এমন হতে ইচ্ছে করে। । ।
দ্বিতীয় পর্বে একটি তথ্য বহুল ব্যাখ্যা দিব.........
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।