রোববার রাতে তুরস্কের ইস্তাম্বুলে অনুষ্ঠিত ফাইনালে সেরেনা ২-৬, ৬-৩, ৬-০ গেমে চীনের লি নাকে হারিয়েছেন।
এই প্রতিযোগিতায় এটা সেরেনার চতুর্থ এবং এ বছর একাদশ শিরোপা।
দুবার সার্ভিস ‘ব্রেক’ করে, প্রথম সেট জিতে নিয়ে সবাইকে চমকে দিয়েছিলেন লি না। তবে পরের সেট জিতে সমতা নিয়ে আসেন বিশ্বের এক নম্বর খেলোয়াড় সেরেনা।
শিরোপা নির্ধারণী তৃতীয় সেটে কোনো প্রতিদ্বন্দ্বিতাই হয়নি।
ফাইনালের আগের দিন এ বছর ৮০টিরও বেশি ম্যাচ খেলার কারণে ক্লান্তি আর অবসাদে আক্রান্ত হওয়ার কথা জানিয়েছিলেন সেরেনা। কিন্তু শেষ সেটে প্রতিপক্ষকে স্রেফ উড়িয়ে দিয়ে আরেকটি শিরোপা জয়ের আনন্দে মেতে ওঠেন তিনি।
হেরে গেলেও লি নার জন্য সান্ত্বনা, র্যাঙ্কিংয়ে তিন নম্বরে উঠতে যাচ্ছেন তিনি। টেনিস র্যাঙ্কিংয়ে কোনো এশীয় নারীর এটাই সর্বোচ্চ আরোহণ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।