নীল রঙের প্রতি যাদের কিছুটা দুর্বলতা আছে, এই ঈদে চাইলে ঢুঁ মেরে দেখতে পারেন ইন্ডিগোর শো-রুমে। হালকা নীল, গাঢ় নীল, আকাশের নীল, নদীর নীল...অদ্ভুত সব নীলের দেখা পাবেন এই ফ্যাশন হাউসে। সালোয়ার-কামিজ থেকে শুরু করে পাঞ্জাবি, ফতুয়া এমনকি ইন্ডিগোর ঘরসজ্জার সামগ্রীতেও নীলের আধিপত্য।
গত বছর ঢাকার উত্তরায় যাত্রা শুরু করলেও ঠিকানা বদল করে ইন্ডিগো চলে এসেছে বনানীতে। ২৩ জুলাই বনানীর ১২ নম্বর সড়কে হলো এই নতুন যাত্রার আনুষ্ঠানিক উদ্বোধন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিজাইনার মাহিন খানসহ ইন্ডিগোর শুভানুধ্যায়ীরা। নীলময় এই ফ্যাশন হাউসটিতে পাঞ্জাবি পাবেন ৮৫০ থেকে দুই হাজার ৫০০ টাকার মধ্যে, সালোয়ার-কামিজের মূল্য এক হাজার ৪৫০ থেকে তিন হাজার ৫০০ টাকা। এ ছাড়া আছে শাড়ি, ব্যাগ, ফটোফ্রেম, মোমদানিসহ অনেক কিছু। ইন্ডিগোর অন্যতম পরিচালক ও ডিজাইনার শৈবাল সাহা বললেন, ‘নীল তো সবারই ভালো লাগার রং। আমারও অনেক দিনের স্বপ্ন ছিল, শুধু নীল রং নিয়েই কিছু কাজ করব।
সেই স্বপ্ন থেকেই এই ফ্যাশন হাউসের সূচনা। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।