আমাদের কথা খুঁজে নিন

   

নীলের আবরনে অবনীর ছায়াঁ (১)

পরম করুনাময় ও মহান দয়ালু আল্লাহর নামে শুরু করছি।

সে দিন আকাশে মেঘ ছিল না । ছিল না এতটুকু বারির আভা। তাই যেন হালকা নীলের মিষ্টি ছায়াঁর আবরনে ঢেকে ছিল এই অবনীর মাঝখানটা। যতদূরে দৃষ্টি মেলে দেখি সবখানে যেন নীলের ছড়াছড়ি।

পায়ে হেঁটেই পাড়ি দিতে হল প্রায় ৬ মাইল। তখন ও সন্ধ্যা নামেনি এই অবনীর মাঝে। নীলে ঢাকা ছিল নীলিমার প্রায় অস্তমিত লাল রঙের ঐ দিপ্ত সূর্য্য। তাই হাটঁতে ভালই লাগছিল ভাস্করের । ভাস্কর সবে মাত্র অনার্স সেকেন্ড ইয়ারে পড়ে ।

গ্রাম থেকে আসা একটি সহজ-সরল ছেলে। শহরের বৈচিত্রতা ওকে এখনো পেয়ে বসেনি। পরবর্তী ........................

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।