আমাদের কথা খুঁজে নিন

   

নীলের স্বপ্ন (অসমাপ্ত ছোট গল্প)

স্বপ্নেরা থাকুক স্বপ্নের মাঝেই
নীল একা একা হাঁটছে রাস্তা ধরে । সে জানে কোথায় যেতে হবে তাকে, তবে ঠিক কিভাবে যেতে হবে সেটা জানে না । আজকে তার জন্মদিন । তবুও তাকেই সবাই যেতে বলল । সে ইচ্ছা করলে গাড়ি নিয়ে আসতে পারত, কিন্তু কেন জানি তার আজ ইচ্ছা হল না ।

ড্রাইভারকে গাড়ি বের করতে বলেও আবার মানা করে দিল । প্রথমে ভেবেছিল রিক্সা নিয়ে যাবে, তারপর আনমনা হয়ে কি যেন ভাবতে ভাবতে আর রিক্সা নেওয়ার কথা মনে থাকল না । কোথায় যেতে হবে সে ভালমত শুনেই নেই নি । এখন মনে হচ্ছে না শুনে খুব খারাপ কাজ হয়ে গেছে । আবার বাড়ি ফিরে যেতেও মন চাচ্ছে না ।

আর কয়েকটা গলি পার হলেই মনে হয় দোকানটা পাওয়া যাবে । কিন্তু এখন তার আর হাটতে মন চাচ্ছে না । সে চুপ করে রাস্তার পাশে ফুটপাতে বসে পড়ল । একটা ছোট্ট মেয়ে ফুটপাতের ধার ঘেসে শুয়ে ঘুমিয়ে আছে । গায়ে ময়লা জামা কাপড় ।

মনে হয় এখানেই থাকে । নীলের মনে হল এই যে আড়ম্বর করে জন্মদিন পালন করা, বিশাল সাইজের কেক কিনে নিয়ে যাওয়া, তারপর ধুম-ধাড়াক্কা পার্টি দেওয়া, বন্ধু-বান্ধবিদের সাথে হৈ-হুল্লোড় করা, এসবের মধ্যে আসলে কী আছে ? আর এই যে একটা বাচ্চা মেয়ে ফুটপাতের উপর নিশ্চিন্তে শুয়ে ঘুমিয়ে আছে এর মধ্যেই বা কী আছে? নীল চুপচাপ বসে বসে ভাবতেই থাকল ।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।