তুমি আমার নয়তো সুখ, তুমি সুখের বেদনা
সব স্বপ্ননের রঙ হয় না তো বেদনার মত নয় রঙা
জীবনের সব কথা নয়, আমি জীবনটাকে বলতে চাই
হয়তো দুই বাক্য নয় সেইতো ভালবাসার কাব্য কয়
আমি কবি নয় তবু কাবে্যর ভাষায় বলবো আজ
তুমি বললে আজ দুজেন নিল রঙা বৃষ্টিতে ভিজভো
রোদেলা দুপুরে একসাথে একসাথে নতুন সূরে গান গাইবো
শেষ বিকেলের ছায়া নীল আকাশের বুকে আমি লাল রঙা স্বপ্ন আঁকবো
আমি কবি নয় তবু কাবে্যর ভাষায় বলবো আজ
তোমার হাসির শ্রাবণ ঢলে স্বপ্ন নিয়ে বাঁচতে চাই
তোমার হাসির শ্রাবণ ঢলে স্বপ্ন নিয়ে বাঁচতে চাই
তুমি বললে আজ দুজনে সাত রঙা প্রজাপতি ধরবো
লোনা বালি চরেতে একসাথে আকাশের সোনার শ্লান দেখবো
গোধূলীর আলোই আধারেতে উমির সাথে দু'জনার
নীলের বুকে আজ হারাবো
আমি কবি নয় তবু কাবে্যর ভাষায় বলবো আজ
তোমার হাসির শ্রাবণ ঢলে স্বপ্ন নিয়ে বাঁচতে চাই
তোমার হাসির শ্রাবণ ঢলে স্বপ্ন নিয়ে বাঁচতে চাই
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।