অতি দক্ষ মিথ্যুক না হলে সত্যবাদিতা উৎকৃষ্ট পন্থা
আন্তর্জাতিক ব্লগ প্রতিযোগীতায় সামহোয়ারইন এর ব্লগার ইমন জুবায়ের কে ভোট দিন
এই মুহূর্তে সামহোয়্যার ইনের শীর্ষে ঝুলে আছে ভোটচাই বিজ্ঞাপন, ইমন জুবায়েরের পক্ষে ভোট চাওয়া এই পোষ্ট শীর্ষে ঝুলানোর কোনো স্বজনপ্রীতিকর ব্যাখ্যা হয়তো কতৃপক্ষের আছে, সচেতনতা কিংবা সবাইকে জানানোর বিষয়টাও হয়তো সামনে আসবে, কিন্তু এই শিরোণাম সেটাকে মোটেও সম্মানজনক কিছু করছে না।
আত্মসম্মানবোধ থাকলে স্বয়ং ইমন জুবায়ের এসেই অনুরোধ করতেন এই পোষ্ট শীর্ষে থেকে নামিয়ে দিতে কিন্তু তিনি সেটাকে উপভোগ করছেন, লজ্জা কিংবা ব্রীড়ার কারণে চুপ আছেন না কি আন্তর্জাতিক স্বীকৃতির লোভে অন্ধ এবং মান সম্মান বিসর্জন দিয়েছেন
অন লাইন ভোটিং প্রচারণায় বাঙালিরা এগিয়ে আছে অন্যদের চেয়ে। প্রায় পাচ বছর সুন্দরবন এবং কক্সেসবাজারকে সেরা প্রাকৃতিক সপ্তাশ্চর্যের অন্তর্ভুক্ত করতে গিয়ে শুরু হওয়া ভোটিং ম্যাশিনের জড়তা এখন কাটে নি। আমরা ভোট দানে অত্যুৎসাহী এবং নিবেদিত প্রাণ। প্রায় উপাসনার পর্যায়ে নিয়ে যেতে পেরেছি আমরা অন লাইন ভোটাভুটিকে।
সুন্দরবনকে প্রাকৃতিক সপ্তাশ্চর্য করতে বাংলাদেশ থেকে যতগুলো ই মেইল আইডি খোলা হয়েছিলো সেসবের কতগুলো এখন একটিভ সে পরিসংখ্যান আমার জানা নেই তবে ই স্প্যামিং এর মতো প্রতিদিন দশটি বিশটি ইমেইল আইডি খুলে সুন্দরবনকে সেরা করবার আগ্রহকে বাঁকা চোখে দেখলে সেটা তারুণ্যের দেশপ্রেমের প্রতি কটাক্ষ বিবেচিত হতে পারে, আমাদের নিজের দেশকে সেরা দেখতে চাওয়ার আগ্রহকে আমাদের স্বীকৃতিবিহীন অস্তিত্বের জন্য অন্যতম প্রধান অনুঘটক কিংবা উদ্দীপনাও বলা যেতো, যে কারণে ইউনুস দেশের মুখ উজ্জ্বল করবার গরিমায় প্রশ্নাতীত একটি অবস্থানে নিজেকে স্থাপন করতে পেরেছে।
লাক্স চ্যানেল আই ফটোসুন্দরী, ক্লোজ আপ মিউজিক ট্যালেন্ট হান্ট কিংবা বিভিন্ন চ্যানেলের তারকা নির্মাণের ব্যধী আক্রান্ত সময়ে আমাদের এসেমেস ভোটিং অভ্যস্ততা, মেইল আর অন লাইন ভোটিং এর সাথেই বেড়েছে, আমরা এখন জনমত, গণমত সবই নির্মাণ করতে পারি।
গত বছর বেস্ট অফ ব্লগস প্রতিযোগিতা শুরু করেছিলো জার্মাণ রেডিও, ডয়েচে ভেল, গতবার সেরা ব্লগার হয়েছিলো আলী মাহমেদ শুভ, এ বছর নতুন প্রতিযোগিতায় অসংখ্য বাংলা ব্লগের জয়জয়াকার। এই ব্লগ প্রতিযোগিতা কি শেষ পর্যন্ত ইগোর লড়াই হয়ে যাবে, আমি নিশ্চিত না এখনই। ইমন জুবায়েরের তথ্যসমৃদ্ধ ব্লগ, সাবরিনার ব্লগ কিংবা মাসুম ভাইয়ের ব্লগের মাণ খারাপ এটা বলা যাবে না।
আইরিন সুলতানা কিংবা অন্য যারা আছে তারাও যে খুব বাজে এমনও না।
তবে প্রতিযোগিতায় এগিয়ে আছে সোশ্যাল ক্যাম্পেইন ক্যাটাগরিতে পিয়াল ভাই। পিয়াল ভাই দীর্ঘ দিন ধরেই একটা ইস্যু নিয়েই জনসচেতনতা গড়ে তুলছেন, তার এক একটা ব্লগের পেছনে যে পরিমাণ নিষ্ঠা আর পরিশ্রম জড়িয়ে আছে সেটা বাদ দিলেও শুধু লিখবার ক্ষমতা বিবেচনা করলেও তিনি বাংলা ব্লগের সেরা একজন ব্লগার।
ব্লগার হিসেবে সেরা বাংলা ব্লগার এখন পর্যন্ত আরিফ জেবতিক। তার ব্লগের রাজনৈতিক উপাদান এবং অরাজনৈতিক উপাদান এবং তার কৌতুকবোধ ও পরিমিতিবোধের সাথে তার আবেগ উৎপাদনের স্বকীয় ক্ষমতার কারণে তাকেও সেরা ব্লগারের তালিকায় রাখা যায় অনায়াসে।
এছাড়াও আরও দুইটি ক্যাটাগরীতে বাংলাভাষার ব্লগ এগিয়ে আছে। বাংলা ভাষার ব্লগের কম্যুনিটিবোধ কিংবা বিচ্ছিন্ন ব্লগিং থেকে যাত্রা শুরু না করায় কম্যুনিটি ব্লগের একজন হিসেবেই ব্লগিং করার কারণে বাংলা ভাষার ব্লগারদের পারস্পরিক পরিচিতি এবং মান অভিমাণ ও ইগোর লড়াই প্রচন্ড। সেটা এই প্রতিযোগিতায় অন্যতম নির্ণায়ক হয়ে উঠবে এমনটাই আমার অনুমাণ। বাংলা ভাষার একটা ব্লগ সেরা ব্লগের পুরস্কার পাক, বাংলা ভাষী একজন সেরা ব্লগার হোয়ে উঠুক এই প্রত্যাশা থেকে কম্যুনিটি ব্লগের সদস্যরা সবাই বাঙলা ভাষার ব্লগারদের ভোট দিচ্ছেন। এবং একই সাথে দৈনিক একটি ভোট প্রদানের সুযোগকেও কাজে লাগিয়ে এটাকে নিয়মিত উপাসনার পর্যায়ে নিয়ে যেতে পেরেছেন কেউ কেউ।
ভোট চাওয়ার পোষ্টার ছাপায় নি কেউই, যারা এই মুহুর্তে সেরা ব্লগার তাদের কেউই তেমন আত্মসম্মানবিবর্জিত কেউ নন, তাদের স্বকীয় অবস্থান এবং ব্যক্তিত্বের কারণে তারা এইসব হ্যাংলামি করবেন না। মনোনীত সেরা ব্লগারদের তালিকা এবং তাদের প্রাপ্ত ভোটের পরিমাণ দেখে আমার মনে হচ্ছে এটা ইগোর লড়াই হয়ে যাবে একটা পর্যায়ে, বহুভাগে বিভাজিত বাংলা ব্লগের আভ্যন্তরীণ বিভাজন রেখাটুকু উন্মুক্ত করে দিবে এই প্রতিযোগিতা একটা পর্যায়ে। আর ব্যক্তিগত ফ্যান বেইস ফলাফল নির্ধারণে একটা গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে, সচলের অনুগত ফ্যানবেইস ততটা মজবুত নয় এটা দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে আমু সামুর ভেতরে একটা প্রতিযোগিতা শুরু হতে যাচ্ছে।
সবই আমার অনুমাণ, যেকোনো কিছুর ভেতরে নিয়মের ভেতরে থেকেই যতটুকু করা যায় ততটুকু করতে পারঙ্গম আমরা। আমাদের নিজস্ব আবেগে আমরা যেকোনো প্রতিযোগিতার নিয়মনীতিকে ঠুনকো বানিয়ে দিতে পারি।
আমার জানা ছিলো না দৈনিক একটা করে ভোট দিয়ে মতামত ম্যানিপুলেশনের কোনো সুযোগ আছে, কিন্তু দেখা গেলো এমন একটা ফাঁকি রয়ে গেছে এখানে।
যারা সেরা ব্লগার তাদের এমন আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়ার প্রয়োজন কতটুকু আমি জানি না, আন্তর্জাতিক স্বীকৃতি পেলে সেটা আমাদের সঙ্ঘবদ্ধতাকে আরও বলিষ্ঠ করবে কিন্তু এভাবে সংখ্যাগরিষ্ঠতা এবং প্রচারণার জোরে সেরা ব্লগার হলে সেই পুরস্কার কি খুব বেশী অমলিন থাকবে ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।