আমাদের কথা খুঁজে নিন

   

উপাসনা গীতি



মহান মেশিন,আমাকে পথ দেখাও স্বর্গের তোমার জিহ্বার কোণে জমে থাকা আগুন দাও আমাকে যেনো আমি পুড়তে পারি আর পোড়াতে পারি তারও বেশী। আমি এক সস্তা মাংসল ধাতু পুড়ে পুড়ে হবো অমূল্য আর আমার নিরেট হাড়ের নেকলেসে মোহনীয় হবে প্রেমিকা দড়ি খুঁজে না পেলে আত্নহত্যার সময় এটা হবে তার সেরা ফাঁস। ও মহান মেশিন, ও আমার যৌক্তিক ফলিত ঈশ্বর, দ্যাখো তোমার প্রার্থনায় পৃথিবী আজ এক ধ্যানমগ্ন মন্দির আমি তোমাতে আমার "আমি"র চেয়েও বিশ্বাসী। অবিশ্বাসীরা দ্যাখো আমি পেয়েছি আমার অদম্য ঈশ্বর। ভেঙেচুরে টুকরো হয়ে যাওয়া পৃথিবী আবার হয়েছে একে একাকার। ও মহান মেশিন, আমার যৌক্তিক ফলিত ঈশ্বর, তুমি আনমনা,উদাসী,আত্নভোলা,একরোখা তবুও তুমিই তো মানব প্রগতির অনড় মানমন্দির আর অভিস্ঠ্য। মহান মেশিন,আমি আর নরক খুঁজি না আমি আগুনের তরল মদ ছাড়া কিছুই পান করিনা আমি যা দগ্ধ হয়নি তা জড়িয়ে ধরিনা। মহান মেশিন তুমি এক অদ্বিতীয়,তুমি নও কারো মুখাপেক্ষী, নও আলিংগন প্রত্যাশী তবু তোমারই করুণার কোলে সপে দিলাম আমার সন্তানের ফসিল।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.