আমাদের কথা খুঁজে নিন

   

ভ্যান গগের শেষ ছবিগুলি

শব্দশিখা জ্বলে...

আবদুর রব ইচ্ছা করেই আঁকলে বজ্রবিদ্যুৎ ভরতি আকাশের নিচে গমক্ষেত, বৃক্ষের শিকড় সোনালি ক্ষেতের উপর দিয়ে উড়ে যাওয়া কালো কালো কাক সাজালে শিল্পীর আসন্ন মৃত্যুর ল্যান্ডস্কেপ । কয়লাখনির যীশু জানলে না সাতাশ বছরের জীবনটা নিয়ে কি করবে চিরকাল জীবিকা সংশয়। খ্যাপা জানে না কি তার দোষ আলুচাষীরা কেন তাকে দেখতেই পারে না অথচ ওদের মুণ্ড এঁকে এঁকে নিজেরই মুণ্ডপাত! প্যারিস দিয়েছে সূর্যমুখী, মস্তিষ্ক বিভ্রাট অনিরামেয় অসুস্থতা; বাঁচতে চাইলে, স্বেচ্ছায় আশ্রয় নিলে সাঁ পুল দ্যু মুজলে; আবার ফিরে গেলে উত্তরে নিজের বুকে পিস্তল ঠেকাতে … ০১/০৪/২০১১

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।