আমাদের কথা খুঁজে নিন

   

অপচয় এবং আমরা

মুক্‌ত হোক ভাব প্রকােশর স্বাধীনতা..

ভাই সকল। আপনাদের মুল্যবান সব মন্তব্য শুনলাম। কিন্তু আমি ভিন্ন মত পোশণ করছি। সরকারের কর্তা ব্যাক্তিদের দায় আছে ঠিক আছে। কিন্তু এটাই একমাত্র কারন নয়।

আসল কারন অন্যখানে। আসলে নগরবাসীরাই চায়না নিরাপদ পানি ও বিদ্যুত। অবাক হবেন না। আমাদের দেশে সম্পদের সীমাবদ্ধতা আছে। কিন্তু আমাদের খরচ দেখলে কেউ বলবেনা যে আমরা একটা সিমীত সম্পদের দেশ।

সরকার যদি ১০ মেগা বিদ্যুত উ্তপাদন করে তো আমরা সারাদিনে ১০০ মেগা বিদ্যুত অপচয় করি। আমরা যেই পরিমান পানি প্রতিদিন অপচয় করি। ঢাকায় ২ কোটি লোকের পানির সেবায় আছে ২০০ জন লোক। কিভাবে তারা আপনার পুরো পানির চাহিদা পুরন করবে? আপনাকে প্রশ্ন করি। আপনি যখন সাবান লাগান শরিরে বা কাপড়ে তখন কি আপনি কল বন্ধ রাখেন? সারাদিন ২ কোটি লোক যদি ২ লি: করেও পানি অপচয় করি দিনে হয় ৪ কোটি লি:।

ওয়াসার সাপ্লাই সামর্থ কয় লি:??!! আমরা কি সরকারের নির্দেশ মানি? আমরা কি রাত ৮ টার পর দোকানে যাইনা? দোকানিদের কথাতো বাদই দিলাম। আমরা কি সন্ধ্যা ৬ টে থেকে রাত ১১ টা এসি বন্ধ রাখি? আমরা এক রুমে টিভি দেখি কিন্তু পাশের রুমে কি লাইট ফ্যান চালু রাখি না? সবাই নিজের বুকে হাত দিয়ে সত্য কথা ভাবুন। সারাদিনে প্রতিটি বাড়িতে ১ কিলো করে বিদ্যুত অপচয় হলে দিনে কত কিলো বিদ্যুত অপচয় হ্য় তা কি বলতে পারেন? আমরা একটি বিয়ে বাড়িতে ভোজ হলে কয়জন খাই আর কয়জনের খাবার অপচয় করি তা কি বলতে পারেন? আসলে জাতি হিসেবে আমরা কাজের চেয়ে কথা বেশি বলি এবং অন্যের দোষ বেশি ধরি। নিজেকে বদলাতে হবে আগে। এবার একটি উদাহরন দেই।

আমি একটি কোরিয়ান বায়িং অফিসে বছর তিনেক কাজ করেছি। যাদের মাসিক আয় প্রায় ১২ লাখ ডলার। কিন্তু সেই অফিসের ডিরেক্টর থেকে শুরু করে এমডি এবং চেয়ারম্যান সকল কোরিয়ান স্টাফ অফিস থেকে বেরোনোর সময় বা লান্চের সময় লাইট ফ্যান এসি বন্ধ করতে ভুলতনা কখনও। অথচ আমরা কোনো বাংগালি স্টাফ কখনো এই কাজটা মনের ভুলেও করিনি। বাংলাদেশ কোরিয়ানদের নিজের দেশওনা আবার তারা গরিবওনা।

তবে কেন তারা বিদ্যুত বাচাবে। আমরা কেনো নিজের দেশ হয়েও, গরিব দেশ হোয়েও পানি বিদ্যুতের অপচয় রোধ করতে পারবোনা? একবার শুনে ছিলাম ৩য় বিশ্বযুদ্ধ নাকি হবে নিরাপদ পানির জন্য। আসুন আমরা সরকারের দিকে না চেয়ে থেকে নিজেরা একটু সচেতন হই। সরকার তো তার সাধ্যমত চেস্টা করছেই। আল্লাহ আমাদের সকলকে একটি মিতব্যায়ি জাতিতে পরিণত করুক আমিন!!


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।