পেয়েই বুঝেছি-
প্রাপ্তি আড়াল করে চরাচর রক্তে ভেসে যায়
ক্ষমার আড়ালে যেই লজ্জ্বার পরিণত ভয়
তার কোনো আচ্ছাদন নেই!
রাত্রির মহান নৈঃশব্দে- যে রকম কালো চুলে
নিতম্বে-স্তনে ছায়ার মতন অন্য নারী
তাদের ঈষৎ চিনি
ঈষৎ জ্বলনে আমি ঘুমাতে পারিনা!
তারা কি সকলেই এত মালতীর লতা বেয়ে বাড়ে?
সকলেই তারা খুব মাখনের মতন পেলব
শঙ্খের মতন সাদা, চাঁদের আলোর মত
কোমল কোমল খুবই-
আমার তন্দ্রায় আমি শিমূল গাছের গুঢ কাঁটা
ছাড়াতে পারিনা।
গুল্মে র-লতার আর বাকলের রহস্য বুঝিনা!
পেয়েছি বলেই আমি বুঝে গেছি
সোনামোড়া কাঁথা- তার বছরভরা কারুকাজ-
রহস্য আমার নয়
জেনে গেছি
কারো কারো স্নান কারাগারে!
জেগেই রয়েছি বলে ষড়ঋতু
নির্বিবাদে এসে চলে যায়
আমার কার্নিশে আর সূর্য ওঠা ভোর আসে না!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।