Mind is like water, when its agiated it becomes difficult to see but if you allow it to settle, the answer becomes clear
প্রচন্ড গরম। মাথার ওপর ফ্যান বা এসি টা আছে বলেই রক্ষা। লোডশেডিং এর সময় বুঝি বিদ্যুত কি গুরুত্বপুর্ন জিনিস। আশায় থাকি দু-চার ঘন্টা পরে চলে আসবে। কিন্তু সেই আশাটা যদি শেষ হয়ে যায়? তখন কি করবেন?
আবার ধরেন, গ্যাস চুলার কথা।
একটা ম্যাচের কাঠি বাচাতে গিয়ে কতো বড় সর্বনাশ করছি টা কি একবার ভেবে দেখেছি? limited টাকায় unlimited জিনিস পেলেই কি সেটা ইছামত খরচ করতে হবে? কয়েক হাজার বছরে তৈরী হওয়া জিনিস মাত্র কয়েক মিনিটে শেষ করে দিচ্ছি। বাংলাদেশে এখন পর্যন্ত যে গ্যাসের খোজ পাওয়া গেছে তা আর মাত্র কয়েক বছর পরেই শেষ হয়ে যাবে। গ্যাস ছাড়া পুরা দেশটা অচল হয়ে যাবে।
** ম্যাচের কাঠির অপচয় রোধ না করে গ্যাসের অপচয় রোধ করুন।
** সিগনালে গাড়ির স্টার্ট বন্ধ রাখুন।
** ঘরের বাইরে যাবার সময় ফ্যান/লাইট বন্ধ রাখুন।
** computer এর সামনে না থাকলে monitor বন্ধ রাখুন। বন্ধ রাখতে ভুলে গেলে নিচের পদ্ধতি অবলম্বন করুন ...
start->control panel-> power option
Turn off monitor -- 5 mins
click OK
** পানির অপচয় রোধ করুন। brush করার সময় পানির কল বন্ধ রাখুন।
মনে রাখবেন, অপচয়কারী শয়তানের সহোদর।
অপচয় করে ক্ষতি ছাড়া কোনো লাভ নাই। নিজের জন্যে অন্যকে সচেতন করুন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।