মঙ্গলবার এক জরুরি সভা শেষে এই সিদ্ধান্ত নেয়া হয়। এছাড়াও হকি খেলোয়াড় কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আরিফুল হক প্রিন্সকে ১০ বছর এবং শামসুদ্দিন তুহিন, আসাদুজ্জামান চন্দন ও আশিকুজ্জামনকে হকির সব ধরনের কাযক্রম থেকে ৫ বছরের জন্য নিষিদ্ধ করা হয়।
সোমবার বাপ্পির নেতৃত্বে হকি খেলোয়াড় কল্যান সমিতির কয়েকজন নেতা কোচের উপর চড়াও হয়। এর সঙ্গে যারা জড়িত তাদের বিপক্ষ আইনানুগ ব্যবস্থাও নেবে হকি ফেডারেশন।
বাংলাদেশ হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক খাজা রহমতউল্লাহ বলেন, "মঙ্গলবার অথবা বুধবারের মধ্যে তাদের বিপক্ষে মামলা করবো আমরা।
পুলিশই খুঁজে বের করবে এর সঙ্গে করার জড়িত। ”
এছাড়া জাতীয় দলের খেলোয়াড় রাসেল মাহমুদ জিমিকে এসএমএসে বাসায় র্যাব পাঠানোর হুমকি দেয়া আবাহনীর কর্মকর্তা শহিদুল্লাহ দোলনকে ৫ বছরের জন্য নিষিদ্ধ করা হয়।
দোলন নিজেই স্বীকার করেছেন জিমিকে এসএমএসে তিনিই হুমকি দিয়েছেন। তিনি চিঠি দিয়ে এর জন্য ক্ষমা চেয়েছেন।
খেলোয়াড়দের ক্যাম্পে যোগ দিতে নির্দেশ
এশিয়া কাপের ক্যাম্প বর্জন করা খেলোয়াড়দের মঙ্গলবার বিকেল ৪ টার মধ্যে ক্যাম্পে যোগ দিতে বলা হয়েছে।
যারা ক্যাম্পে যোগ দিতে ইচ্ছুক না তাদের দ্রুত ক্যাম্প ছেড়ে চলে যেতে বলেছে ফেডারেশন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।