আমাদের কথা খুঁজে নিন

   

হকিতে পাঁচ কর্মকর্তার পদত্যাগ

শনিবার মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডে এক সংবাদ সম্মেলনে পদত্যাগের কথা ঘোষণা করেন ফেডারেশনের সহ-সভাপতি খন্দকার জামিলউদ্দিন এবং তিন সদস্য শফিকুল ইসলাম লিটু, নাজিরুল ইসলাম নাজু ও সুলতানউদ্দিন আহমেদ। আরেক সহ-সভাপতি কে এম আর মঞ্জুর সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন না। তার লিখিত পদত্যাগপত্র সংবাদ সম্মেলনে পড়ে শোনানো হয়। খন্দকার জামিল বলেন, “হকি ফেডারেশনের কমিটিতে আমি এক রকম পুতুলের মতো ছিলাম। ফেডারেশনের কোনো কাজে আমাকে সম্পৃক্ত করা হয়নি।

নির্বাহী কমিটির সভার একটা চিঠি পর্যন্ত পেতাম না। ফেডারেশনের ৪০ বছর পূর্তি অনুষ্ঠানেও আমাকে ডাকা হয়নি। আমি মনে করি এতোটা অবহেলা সহ্য করে ফেডারেশনে থাকা ঠিক নয়। তাই সরে যেতে বাধ্য হয়েছি। ” “পদত্যাগের সিদ্ধান্ত অগেই নিয়েছিলাম।

তবে অন্য কাউকে আমার সঙ্গে পদত্যাগ করতে বলিনি। বাকি চার জন আমার সঙ্গে যোগাযোগ করে পদত্যাগ করার সিদ্ধান্ত নেন। ” ফেডারেশনের বর্তমান সাধারণ সম্পাদক খাজা রহমতউল্লাহর বিরুদ্ধে অভিযোগ করে খন্দকার জামিল বলেন, “এক মৌসুম লিগ না হওয়ায় তিনি খেলোয়াড়দের আন্দোলন করার জন্য নানাভাবে প্ররোচিত করেছিলেন। তাই খেলোয়াড়রা যুব হকির ফাইনালের মাঝপথে মাঠে নেমে খেলা বন্ধ করে দেয়। ” “তবে সেজন্য আমি খেলোয়াড়দের দায়ী করছি না।

এর পেছনে অনেকেরই ভূমিকা ছিল। খেলোয়াড়দের বর্তমান আন্দোলন অবশ্য সম্পূর্ণ যৌক্তিক। তবু আমি খেলোয়াড়দের সব কিছু ভুলে ক্যাম্পে যোগ দেয়ার অনুরোধ করছি। ” খাজা রহমতউল্লাহ যথারীতি খন্দকার জামিলের সব অভিযোগ অস্বীকার করেছেন। ফেডারেশনের সাধারণ সম্পাদক বলেন, “খন্দকার জামিল বলছেন তাকে নির্বাহী কমিটির সভার কোনো চিঠি দেয়া হতো না।

তার এই অভিযোগ সত্যি নয়। প্রত্যেক সভার চিঠিই তার ব্যবসায়িক প্রতিষ্ঠানে পাঠানো হতো। তার প্রমাণও আমাদের কাছে আছে। তাকে কোনো কাজে সম্পৃক্ত না করার কথাও বলেছেন। তিনি তো কোনো সভায় আসতেন না।

তাহলে তাকে কিভাবে সম্পৃক্ত করা সম্ভব? তার পরও তাকে মিডিয়া কমিটির চেয়ারম্যান করা হয়েছে। কিন্তু সেই দায়িত্বও তিনি ঠিকমতো পালন করেননি। ”

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.