আমাদের কথা খুঁজে নিন

   

হকিতে আরেকটি বিশাল হার

বুধবার ইপোহর আজলান শাহ স্টেডিয়ামে ভারতের হয়ে চারটি গোল করেন রুপিন্দর পাল সিং ও ভি আর রঘুনাথ। এর মধ্যে দ্বিতীয়ার্ধে টানা তিনটি গোল করার সুবাদে রঘুনাথ হ্যাটট্রিকও করেন। বিজয়ী দলের অন্য গোলটি নীতিন থিমাইয়ার। বিরতির ঠিক আগে পেনাল্টি কর্নার থেকে বাংলাদেশের সান্ত্বনাসূচক গোলদাতা মামুনুর রহমান চয়ন। পুল ‘বি’তে সবচেয়ে নিচে থাকা বাংলাদেশ পঞ্চম থেকে অষ্টম স্থান নির্ধারণী লড়াইয়ের সেমিফাইনালে শুক্রবার জাপানের মুখোমুখি হবে। এই ম্যাচ জিততে পারলে পঞ্চম স্থান নির্ধারণী ম্যাচে খেলার সুযোগ পাবেন জিমি-চয়নরা। শুক্রবারই ফাইনালে ওঠার লড়াই অর্থাৎ সেমিফাইনালে ভারতের প্রতিপক্ষ স্বাগতিক মালয়শিয়া, আর পাকিস্তান খেলবে গতবারের চ্যাম্পিয়ন দক্ষিণ কোরিয়ার বিপক্ষে।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.