১৯৭১ সালের ২৬ মার্চ বেলাল মোহাম্মদ ও তার সঙ্গীরা মিলে কালুরঘাটের বেতার স্টেশনে প্রতিষ্ঠা করেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্র, যেখান থেকে আসে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা।
এরপর নয় মাস রক্তক্ষয়ী সশস্ত্র সংগ্রামের মধ্য দিয়ে ১৬ ডিসেম্বর স্বাধীন হয় বাংলাদেশ।
২০১০ সালের ২১ মার্চ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম কার্যালয়ে এক আড্ডায় সেই সব স্মৃতি ফিরিয়ে আনেন মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক কবি বেলাল মোহাম্মদ।
বার্ধক্যজনিত বিভিন্ন জটিলতায় ভুগে মঙ্গলবার ভোরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ৭৭ বছর বয়সী এই মুক্তিযোদ্ধা। তিন বছর আগে নেয়া তার সেই সাক্ষাৎকারের বিস্তারিত পড়ুন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।