ইসলামী উন্নয়ন ব্যাংক ও মালেশিয়ার অর্থায়নে ১২০ কোটি টাকা ব্যয়ে এ জাহাজ কেনা হচ্ছে।
সোমবার চট্টগ্রাম মৎস্য বন্দরে মাল্টিচ্যানেল স্লিপওয়ে নির্মাণ প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে এতথ্য জানান তিনি।
মৎস্যমন্ত্রী বলেন, বাংলাদেশ আন্তর্জাতিকভাবে এক লাখ ১১ হাজার ৬৩৬ বর্গ কিমি সমুদ্রসীমা অর্জন করেছে, যার মধ্যে অনেক মৎস্য ও খনিজ সম্পদ রয়েছে। এই সম্পদ জরিপ করতেই জাহাজ কেনা হচ্ছে।
আব্দুল লতিফ বলেন, দক্ষ জনবলের অভাবে একবারের বেশি জরিপকাজ না করতে পারায় বঙ্গবন্ধু সরকারের আমলে রাশিয়া থেকে আনা দুটি জরিপ জাহাজ অকেজো হয়ে গেছে।
তিনি বলেন, “এজন্য প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনবল তৈরি করতে শ্রীলঙ্কা, মালদ্বীপ ও নরওয়ের সাথে চুক্তি করা হয়েছে।”
২৮ কোটি টাকা ব্যয়ে মাল্টিচ্যানেল স্লিপওয়ের নির্মাণ কাজ ২০১৫ সালের ৩০ জুন শেষ হবে।
বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) চেয়ারম্যান পিউস কস্তার সভাপতিত্বে অনুষ্ঠানের অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আনিসুর রহমান, সাংসদ সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, স্লিপওয়ের প্রকল্প পরিচালক কমান্ডার এম আবদুল কাদির ও বুয়েটের মেরিন ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক রফিকুল ইসলাম।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।