তক
ক্রিকেটকে কেন্দ্র করেই ফের বইতে শুরু করল বন্ধুত্বের হাওয়া।
মোহালির ভারত-পাকিস্তান সেমিফাইনাল দেখতে আসার জন্য প্রধানমন্ত্রী মনমোহন সিংহের আমন্ত্রণে আজ আনুষ্ঠানিক সম্মতি জানিয়েছেন পাক প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি। আর তাঁর এই সফরের ঠিক আগে দু’দেশের কূটনৈতিক উত্তাপ প্রশমিত করতে সক্রিয় হল ইসলামাবাদ।
পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারির কার্যালয় এ দিনই এক ঘোষণায় জানিয়েছে, ২৭ বছর ধরে পাক জেলে বন্দি গোপাল দাসের বকেয়া সাজা মকুব করা হচ্ছে। প্রেসিডেন্টের মুখপাত্র ফারহাতউল্লা বাবর জানিয়েছেন, ‘মানবিকতার কারণে’ই এই সিদ্ধান্ত নিয়েছে ইসলামাবাদ।
পাশাপাশি আরও একটি ‘সৌজন্যমূলক সিদ্ধান্ত’ এ দিন নিয়েছে পাকিস্তান। সে দেশের সংখ্যালঘু শিখ সম্প্রদায়ের গুরুদ্বারের জন্য ধার্য জমি পাক সেনার হাতে তুলে দেওয়া হবে না বলে আজ জানিয়েছে পাক সরকার। আজ ভারত সফররত পাক স্বরাষ্ট্রসচিব চৌধুরি কামার জামান অমৃতসরের স্বর্ণমন্দিরে গিয়ে ওই সংক্রান্ত যাবতীয় চুক্তি বাতিল করার কথা জানিয়েছেন। ভারত-পাক স্বরাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠকে যোগ দিতে এই মুহূর্তে তিনি ভারতে।
আগামী বুধবার মোহালির ক্রিকেট মাঠের বিশেষ বক্সে পাশাপাশি বসতে চলেছেন দু’দেশের প্রধানমন্ত্রী।
তার ঠিক আগে পাকিস্তানের এই ‘জোড়া ঘোষণা’ যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে সাউথ ব্লক। ১৯৮৪ সালের জুলাই মাসে ভুলবশত সীমান্ত পার হয়ে পাক নিরাপত্তা বাহিনীর হাতে গ্রেফতার হন গোপাল। তাঁকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। পরে পাক সরকার সিদ্ধান্ত নেয়, ২০১১-র শেষে মুক্তি দেওয়া হবে গোপাল দাসকে। কিন্তু ৯ মাস আগেই তাঁর মুক্তির পিছনে ক্রিকেট-কূটনীতিই কাজ করেছে বলে মনে করা হচ্ছে।
বিদেশ মন্ত্রক সূত্রে জানা গিয়েছে, কোনও আনুষ্ঠানিক দ্বিপাক্ষিক বৈঠক নয়, দু’দেশের প্রধানমন্ত্রীর মধ্যে আলোচনা হবে খেলা দেখতে দেখতে, ঘরোয়া মেজাজে। একটি মধ্যাহ্নভোজ অথবা নৈশভোজে (নির্ভর করবে গিলানির সফর- নির্ঘণ্টের উপর) মিলিত হবেন দুই রাষ্ট্রনেতা। কিন্তু ওয়াকিবহাল শিবিরের বক্তব্য, যে হেতু দু’টি দেশের নাম ভারত এবং পাকিস্তান, তাই মাঠের বাইশ গজের মতোই সমান উৎসাহ, ঔৎসুক্য এবং উত্তেজনা থাকবে ‘কূটনৈতিক বক্সে’-ও।
আজ প্রধানমন্ত্রীর পাশে দাঁড়িয়ে একটি বিবৃতি দিয়েছেন কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচারমন্ত্রী অম্বিকা সোনি। জানিয়েছেন, “পাকিস্তানের প্রধানমন্ত্রী এবং প্রেসিডেন্টকে আমন্ত্রণ জানানোর যে পদক্ষেপ প্রধানমন্ত্রী করেছেন, তা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
নিছক খেলা দেখার বিষয় এটি নয়। খেলায় কেউ হারবে, কেউ জিতবে। কিন্তু প্রধানমন্ত্রী যে পদক্ষেপটি করলেন, তা দু’দেশের মানুষের জন্যই শুভ বার্তা বহন করবে। ”
লেখাটি আনান্দবাজার প্রত্রিকার
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।