সত্য ও সুন্দরের জন্য
কবিতা কী?
----আব্দুল্লাহ ইবনে শহীদ
হৃদয়ের কানা উপচে পড়া
বিবর্ণ যন্ত্রনা;
সুখের আতিশায্যে পূর্ণ
ভালোবাসার সাগর;
মণ্তর নয়, আত্মার নিবেদনে অবনত
সহস্র শ্রদ্ধান্জলী;
আমার বিদ্রোহ মিশে থাকা
আকাশ মাটি আর ধূলি;
হীমের সাগরে ডুবে থেকে
দেখা সূর্যের স্বপন;
ধারন করেছি উপলব্ধির পৃষ্ঠায়
সেই আলাপন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।