আমাদের কথা খুঁজে নিন

   

শ্রমের দেবতা - জীবন্ত বৈশম্যের বুক খুবড়ে খুবড়ে খাক।

ট্রেনের নিচে গলাকাটা লাশটা আমার'ই হয়ত, ডাস্টবিনের গন্ধে তুস্টি খুজেছিলাম, পাইনি।

হৃৎপিণ্ড - ০৬ বিড়ালের সমান্তরাল কান্না কেঁদে শকুনের ক্ষুধাতুর চাতক মন, প্রাণবন্ত মসলার খোঁজে আনাড়ি কুকুরের সাথে দৌড় প্রতিযোগিতা। অতৃপ্তির বাষ্প ওড়ে, তোমার আমার ঘেউ ঘেউ সর্বজনীন ভাষা। মানবের ভেতর জন্তুর দিন আর কতকাল ! ইচ্ছে গুলি বিধবা হয়ে হলুদ পাতার দিকে চায়, হৃৎপিণ্ড লুটোপুটি খায় গোরস্থানের উঠনে, জোড়া চোখ ভুলে যায় ভাতের রং ভুলে যায় কুমারী সুখ। নির্ঘুম হাই তুলে আর কতকাল! এ কণ্ঠ ভিক্ষাবৃত্তির, বেশ্যাবৃত্তির স্লোগান দেবে? আধালাশ অস্থির আগামীর ডানায় চড়ে বিষ্ঠার স্তুপে বসে দেখে বিত্তের সুখবিলাস।

চায় না নজরানা, চায় না দেহী খয়রাত, চায় মুক্তর ঘামে দক্ষিণ হাওয়া, পাপড়ির কোলে শান্তির ঘুম, চায় মানুষের ময়দানে উপাঙ্গ ছড়াতে। বস্ত্রের মিছিল, অন্নের মিছিল, মানবিক মিছিল করুণ চোখে তাকায়। বৈশম্যের সূর্য্য নিভে যাক! শ্রমের দেবতা - জীবন্ত বৈশম্যের বুক খুবড়ে খুবড়ে খাক। সাম্য চিররাতের এক খণ্ড চাঁদ হয়ে বাস করুক এ মর্ত্যের মাঠে, তোমাতে - আমাতে। ১৯/০৫/২০০৭ ইং খুলনা।

বি.দ্র: বানান ভুলে ক্ষমা প্রার্থী।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.