সার্বিক দিক পর্যালোচনায় দেখা যায়
দরিদ্র শ্রমিকগণের সংসার চালানই দায়।
দেশের প্রায় সকলেরই কম-বেশি জানা
দরিদ্র শ্রমিকগণ শ্রমের ন্যায্য মজুরি পায়না।
বিষয়টা মালিকদের ও সরকারকেই ভেবে দেখতে হবে
নইলে দরিদ্র শ্রমিকগণ সংসার কেমনে চালাবে ?
দরিদ্র শ্রমিকগণের ন্যূনতম মাসিক ন্যায্য মজুরি
৭০০০ টাকার নিম্নে ধার্য্য করা হলে তাঁদের সংসার চলেকি ?
দরিদ্র শ্রমিকগণ সারাদিন শ্রম বিক্রয়ের আশায় আশায়
দিনান্তে শূন্য হাতে বিষন্নতা নিয়ে ঘরে ফিরে যায়।
সারাদিন আশায় আশায় শ্রমিকগণ পেটে পাথর বেঁধে
কত জনকে কাজের জন্য আবেদন করে পায়ে ধরে।
শ্রমিগণের দু:ক্ষের সাথে ক’জনাইবা সাথী হয়
কত নিম্ন, মধ্য-উচ্চ মধ্যবিত্তের মনে একই প্রশ্ন জাগোরুক রয়!
শ্রম বাজারে শাসন-শোষণ সব ঠাঁয়ে মিডিলম্যানদের হাতে
সম্পূর্ণ শ্রম বাজার মিডিলম্যানদের হাতে ও তাদেরই করায়ত্বে
শ্রম বাজারে অদক্ষ শ্রমিক ক্রমে ক্রমে বেড়েই যাচ্ছে
ফলে শ্রম বাজারে শ্রমিকগণের শ্রমের মূল্য দিন দিন কমেই চলেছে।
তাই সুষম সম্পদ বন্টনের বিষয়ে সরকারকেই ভাবতে হবে
সরকারকেই বিষয়টি দেখতে হবে অত্যন্ত সমস্যার গভীরে গিয়ে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।