গত এপ্রিলে একটি তথ্য ফাঁস করে দিয়ে পুরো জার্মানিকে চমকে দেন ৬১ বছর বয়সী হোয়েনেস। তিনি বলেন, জানুয়ারিতে কর কর্তৃপক্ষকে সুইস ব্যাঙ্কে একটি হিসাব থাকার কথা জানিয়েছেন। হিসাবটা তার ব্যক্তিগত এবং তা শেয়ার ব্যবসার জন্য খোলা হয়েছে।
এরপরই সত্তরের দশকে পশ্চিম জার্মানির হয়ে ৩৫টি ম্যাচ খেলা হোয়েনেসের বিরুদ্ধে তদন্ত শুরু হয়। মঙ্গলবার তদন্ত শেষে মিউনিখের একটি আদালত জানিয়েছে, বায়ার্ন সভাপতি অভিযুক্ত। তবে অভিযোগের জবাব দেয়ার জন্য তাকে এক মাস সময় দেয়া হয়েছে।
মাঝে কয়েক মাস নিশ্চুপ থাকার পর গত সপ্তাহে হোয়েনেস সাংবাদিকদের জানান, ‘বিতর্কিত’ ঘটনাটা ভালোভাবে সমাপ্তির ব্যাপারে তিনি আশাবাদী।
গত মৌসুমে প্রথম জার্মান ক্লাব হিসেবে ‘ট্রেবল’ অর্থাৎ তিনটি শিরোপা জয়ী বায়ার্ন অবশ্য তাদের সভাপতির পাশেই আছে। এই অভিযোগের কারণে হোয়েনেস সরে দাঁড়ানোর প্রস্তাব দিলেও তা প্রত্যাখ্যান করেছে বায়ার্ন কর্তৃপক্ষ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।