তবে আবার পয়েন্ট নষ্ট করেছে বরুসিয়া ডর্টমুন্ড। হফেনহাইমের মাঠ থেকে ২-২ গোলের ড্র নিয়ে ফিরেছে গতবারের রানার্স-আপরা।
১৬ ম্যাচে ৪৪ পয়েন্ট নিয়ে লিগের শীর্ষে আরো সুসংহত বায়ার্ন। সমান ম্যাচে ৩২ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানেই থাকতে হচ্ছে বরুসিয়াকে। এক ম্যাচ কম খেলে দ্বিতীয় স্থানে থাকা বেয়ার লেভারকুজেনের পয়েন্ট ৩৭।
ঘরের মাঠ আলিয়াঞ্জ অ্যারেনায় ৪২ মিনিটে ক্রোয়েশিয়ার স্ট্রাইকার মারিও মানজুকিচের গোলে এগিয়ে যায় বায়ার্ন।
৫২ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন জার্মান ফরোয়ার্ড মারিও গোৎসে।
৮৭ মিনিটে জার্মান স্ট্রাইকার পিয়া-মিশায়েল লাসোগ্গা ব্যবধান কমালেও ইনজুরি সময়ে সুইস ফরোয়ার্ড জার্দান শাচিরির গোল সহজ জয় এনে দেয় স্বাগতিক বায়ার্নকে।
হফেনহাইমের বিপক্ষে ১৭ মিনিটে স্ট্রাইকার সোয়েন শিপলক ও ৩৭ মিনিটে ফরোয়ার্ড কেভিন ভল্যান্ডের গোলে ২-০তে পিছিয়ে পড়ে আরেকটি হারের শঙ্কায় পড়ে গিয়েছিল বরুসিয়া।
তবে ৪৪ মিনিটে গ্যাবনের স্ট্রাইকার পিয়া-এমেরিক ওবামেইয়াং এবং ৬৭ মিনিটে পোলিশ ডিফেন্ডার লুকাস পিসজেকের গোল একটি পয়েন্ট এনে দেয় তাদের।
বুন্দেসলিগার অন্যান্য ম্যাচে অগসবুর্গ ৪-১ গোলে আইনট্রাখট ব্রাউনশোয়াইগকে হারিয়েছে এবং হ্যানোভার ও নুরেমবার্গ ৩-৩ আর মেইঞ্জ ও বরুশিয়া মনশেনগ্লাডবাখ গোলশূন্য ড্র করেছে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।